কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্চ ফর গাজায় বিনামূল্যে পানি ও খাবার বিতরণ

মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া মানুষদের মাঝে খাবার ও পানি বিতরণ করছেন একদল যুবক। ছবি : সংগৃহীত
মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া মানুষদের মাঝে খাবার ও পানি বিতরণ করছেন একদল যুবক। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যান যেন এক টুকরো ফিলিস্তিন। কর্মসূচি সফল করতে সারা দেশ থেকে অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ।

সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা না পেয়ে মৎস্য ভবন, উচ্চ আদালত, প্রেস ক্লাব, কাকরাইল, রমনা পার্ক, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মানুষ জড়ো হন। এ দিকে তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া মানুষদের।

এমন অবস্থায় মানুষের তৃষ্ণা মেটাতে এগিয়ে এসেছে একদল স্বেচ্ছাসেবক। তারা পিকআপভ্যানে করে বিনামূল্যে পানি, বিস্কুট, কেক বিতরণ করছেন। তাদের এমন আপ্যায়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্চ ফর গাজায় আসা লোকজন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা গেছে, মৎস্য ভবনের সামনের সড়ক দিয়ে হাজারো মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের চেষ্টা করছেন। তবে তার আগেই সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা না থাকায় মানুষ তেমন এগোতে পারছেন না। তীব্র গরমে অনেককে অস্থির দেখা গেছে। তখন একদল যুবক পিকআপভ্যানে করে পানি বিতরণ করতে দেখা গেছে। আরেকটি পিকআপভ্যানে থেকে রুটি, চিপস, কেক বিতরণ করা হয়। মানুষ সারিবদ্ধভাবে খাবার সংগ্রহ করেন।

জানতে চাইলে পানির পিকআপভ্যানের দায়িত্বরত স্বেচ্ছাসেবক মোস্তফা কামাল বলেন, সাধারণত এমন বড় জমায়েত মানুষের পানির চাহিদা বেশি থাকে। তাই তারা কয়েকজন বন্ধু মিলে এক হাজার পানির বোতল বিতরণের উদ্যোগ নেন। মানুষ খুব আগ্রহ নিয়ে পানি নিচ্ছেন। এটা দেখে ভালো লাগছে।

তিনি আরও বলেন, গাজায় যুদ্ধের মধ্যে তীব্র পানি সংকট চলছে। কিন্তু আমরা সেখানে কোনো সহযোগিতা করতে পারছি না। বাংলাদেশে যারা গাজাকে সমর্থন করে এখানে এসেছেন তাদের পানি খাওয়াতে ভালো লাগছে।

মানিকগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এসেছেন সুফিয়ান নামে একজন। তিনি তীব্র গরমের মাঝে পিকআপভ্যান থেকে পানি সংগ্রহ করে পান করেছেন। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের পানির দোকান কম। সকালে যারা সমাবেশে এসেছেন তাদের অনেকেই ক্ষুধার্ত। এমন অবস্থায় বিনামূল্যে পানি ও অন্যান্য খাবার পেয়ে খুব ভালো লাগছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। তাদের ডাকা এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বিকেল ৩টায়। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনের জন্য করা হবে মোনাজাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: মার্চ ফর গাজা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর বোর্ডে এইচএসসির ফলাফলে ধস

ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী 

ফের কাছাকাছি অগস্ত্য-সুহানা

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

ক্যাম্পাসের ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত

ভোট দিতে ২৫টি বাসে আসছেন অনাবাসিক শিক্ষার্থীরা

অত্যন্ত চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ বিরাজ করছে : রাবি প্রক্টর

জয়ের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী

১০

এইচএসসি ২০২৫: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে কারা এগিয়ে

১১

বাংলাদেশে কোপেলের আঞ্চলিক প্রতিনিধি, মেক্সিকোতে এক বিলিয়ন ডলার বাণিজ্যের সম্ভাবনা 

১২

শর্ত না মানলে জুলাই সনদে সই করবে না এনসিপি : নাহিদ

১৩

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য ৫ লাখের বেশি

১৪

অমোচনীয় কালি উঠে যাওয়া নিয়ে যা বললেন রাবি ভিসি

১৫

কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন?

১৬

ভোটার তালিকা দেখতে পারছেন না এজেন্টরা, অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর

১৭

অনলাইনে এইচএসসির ফলাফল দ্রুত জানবেন যেভাবে

১৮

ঘষা দিলেই উঠে যাচ্ছে ‘অমোচনীয়’ কালি

১৯

কারিগরিতে জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন, পাসের হার কত?

২০
X