কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্চ ফর গাজায় বিনামূল্যে পানি ও খাবার বিতরণ

মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া মানুষদের মাঝে খাবার ও পানি বিতরণ করছেন একদল যুবক। ছবি : সংগৃহীত
মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া মানুষদের মাঝে খাবার ও পানি বিতরণ করছেন একদল যুবক। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যান যেন এক টুকরো ফিলিস্তিন। কর্মসূচি সফল করতে সারা দেশ থেকে অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ।

সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা না পেয়ে মৎস্য ভবন, উচ্চ আদালত, প্রেস ক্লাব, কাকরাইল, রমনা পার্ক, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মানুষ জড়ো হন। এ দিকে তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া মানুষদের।

এমন অবস্থায় মানুষের তৃষ্ণা মেটাতে এগিয়ে এসেছে একদল স্বেচ্ছাসেবক। তারা পিকআপভ্যানে করে বিনামূল্যে পানি, বিস্কুট, কেক বিতরণ করছেন। তাদের এমন আপ্যায়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্চ ফর গাজায় আসা লোকজন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা গেছে, মৎস্য ভবনের সামনের সড়ক দিয়ে হাজারো মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের চেষ্টা করছেন। তবে তার আগেই সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা না থাকায় মানুষ তেমন এগোতে পারছেন না। তীব্র গরমে অনেককে অস্থির দেখা গেছে। তখন একদল যুবক পিকআপভ্যানে করে পানি বিতরণ করতে দেখা গেছে। আরেকটি পিকআপভ্যানে থেকে রুটি, চিপস, কেক বিতরণ করা হয়। মানুষ সারিবদ্ধভাবে খাবার সংগ্রহ করেন।

জানতে চাইলে পানির পিকআপভ্যানের দায়িত্বরত স্বেচ্ছাসেবক মোস্তফা কামাল বলেন, সাধারণত এমন বড় জমায়েত মানুষের পানির চাহিদা বেশি থাকে। তাই তারা কয়েকজন বন্ধু মিলে এক হাজার পানির বোতল বিতরণের উদ্যোগ নেন। মানুষ খুব আগ্রহ নিয়ে পানি নিচ্ছেন। এটা দেখে ভালো লাগছে।

তিনি আরও বলেন, গাজায় যুদ্ধের মধ্যে তীব্র পানি সংকট চলছে। কিন্তু আমরা সেখানে কোনো সহযোগিতা করতে পারছি না। বাংলাদেশে যারা গাজাকে সমর্থন করে এখানে এসেছেন তাদের পানি খাওয়াতে ভালো লাগছে।

মানিকগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এসেছেন সুফিয়ান নামে একজন। তিনি তীব্র গরমের মাঝে পিকআপভ্যান থেকে পানি সংগ্রহ করে পান করেছেন। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের পানির দোকান কম। সকালে যারা সমাবেশে এসেছেন তাদের অনেকেই ক্ষুধার্ত। এমন অবস্থায় বিনামূল্যে পানি ও অন্যান্য খাবার পেয়ে খুব ভালো লাগছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। তাদের ডাকা এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বিকেল ৩টায়। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনের জন্য করা হবে মোনাজাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: মার্চ ফর গাজা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবা ও স্ত্রীর নামে কসম করলে কী হয়? জানালেন বিশেষজ্ঞ আলেম

৭ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে যা বলছেন হাদি

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

১০

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

১১

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট

১২

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১৩

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১৪

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১৫

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৬

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৭

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৮

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৯

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

২০
X