কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

নিরাপদে পথচারী পারাপারে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু

রাস্তা পারাপারের পুরোনো ছবি : সংগৃহীত
রাস্তা পারাপারের পুরোনো ছবি : সংগৃহীত

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) এর আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। রোববার (২০ এপ্রিল) এর কার্যক্রম শুরু করা হয়। চলবে ৮ মে পর্যন্ত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য জানান।

পাইলট কার্যক্রমটি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পথচারী ক্রসিংয়ে ৮ মে পর্যন্ত প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পিক আওয়ারে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসি যথাযথ রাস্তা চিহ্নিতকরণের মাধ্যমে উক্ত ক্রসিংটি প্রশস্ত করেছে। ডিআরএসপির অধীনে এই পাইলট কার্যক্রমের সময়ে নিরাপদ পারাপারের জন্য উক্ত স্থানে পুশ বোতামসহ এক সেট পোর্টেবল ট্র্যাফিক লাইট স্থাপন করা হবে। পথচারীদের সার্বিক সহযোগিতা করতে এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ট্রাফিক আইন প্রয়োগ করতে ডিএমপির ট্রাফিক পুলিশ সেখানে মোতায়েন থাকবে।

আশেপাশের স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনিরাপদ পথচারী পারাপার, অপর্যাপ্ত পথচারী পারাপারের স্থান, অবৈধ পার্কিং এবং জেব্রা ক্রসিংয়ে অননুমোদিত বাস থামানোসহ একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করে এই স্থানটি বেছে নেওয়া হয়েছে। রাস্তা ব্যবহারকারী, পথচারী এবং যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলতে এবং নির্ধারিত ক্রসিং সুবিধাগুলো ব্যবহার করার জন্য অনুরোধ করছে ডিএমপি। এ ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।

যানবাহন চালকদের প্রতি ডিএমপির নির্দেশনা :

ট্রাফিক সিগনাল ও লাইট মেনে চলতে হবে। ট্রাফিক লাইট হলুদ এবং লাল হলে, যানবাহনকে স্টপ লাইনের আগে থেমে যেতে হবে। জেব্রা ক্রসিং এর উপর কোনো ভাবেই যানবাহন থামানো যাবে না।

পথচারীদের প্রতি ডিএমপির নির্দেশনা :

পারাপারের আগে ফুটপাতে অবস্থান করতে হবে। ট্রাফিক লাইট সবুজ হলে পথচারীদের জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার জন্য ফুটপাথের ট্রাফিক লাইট পোলে থাকা পথচারী পুশসুইচে চাপ দিতে হবে এবং পথচারী সিগন্যাল লাইট সবুজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

পথচারীদের মতামত এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পাইলট প্রকল্পটি মূল্যায়ন করা হবে। এই পাইলট প্রকল্প থেকে প্রাপ্ত সুবিধাগুলো ডিএমপি এবং সিটি কর্পোরেশন ভবিষ্যতে ঢাকার ট্র্যাফিক নিরাপত্তা উদ্যোগগুলো আরো উন্নত করতে ব্যবহার করবে।

উল্লেখ্য, ডিআরএসপি হলো জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে একটি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প যা ঢাকা শহরে ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা বৃদ্ধি করবে। ডিএমপি এই প্রকল্পের মূল অংশীদার হিসেবে ঢাকার সিটি কর্পোরেশনগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে জনগণ এবং উক্ত রাস্তা ব্যবহারকারীদের সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিওর হোটেলগুলোকে সতর্ক থাকার নির্দেশ

পাক-ভারত উত্তেজনায় স্থগিত হলো আইপিএল

গাছের ‘তেলে’ দৌড়াল ইঞ্জিন

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

ক্ষেপণাস্ত্র চালাল উত্তর কোরিয়া

জবি ম্যাথ ক্লাবের দায়িত্বে সিফাত ও নয়ন  

পরোয়ানা নিয়ে সাজেদুলের বাড়ি যাওয়া এসআই প্রত্যাহার

যুদ্ধ পাকিস্তান শুরু করেছে দাবি শেবাগের

যমুনার চরে ফসলের বিপ্লব

স্বেচ্ছাসেবকলীগ নেতা এখন জিয়া মঞ্চের গুরুত্বপূর্ণ পদে

১০

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটে’ খেপেছে যুক্তরাজ্য

১১

৩০ ভারতীয় কামিকাজে ড্রোন ভূপাতিত, নিহত ২

১২

বোমা আতঙ্কে কাঁপছিলেন আইপিএল চিয়ারলিডার, ভিডিও ভাইরাল

১৩

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ 

১৪

ভয়ে ভারত ছাড়তে চাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

১৫

পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো পিএসএল

১৬

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

১৭

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

১৮

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

১৯

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

২০
X