কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০১:২৩ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অবিবাহিতরা চাকরিতে কম সময় দেন : জরিপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের আটটি বিভাগের আট হাজার পরিবারের ওপর করা এক জরিপে করা এক প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জানায়, বিবাহিত নারী-পুরুষ উভয়ই চাকরির পেছনে বেশি সময় ব্যয় করেন অবিবাহিতদের তুলনায়। এর মধ্যে বিবাহিত পুরুষরা দিনে ৬ ঘণ্টা ৪৮ মিনিট ব্যয় করেন চাকরির পেছনে, যেখানে অবিবাহিত পুরুষরা ব্যয় করেন ৩ ঘণ্টা ৫৪ মিনিট। অর্থাৎ অবিবাহিত পুরুষের তুলনায় বিবাহিত পুরুষরা চাকরির পেছনে প্রায় দ্বিগুণ সময় ব্যয় করেন।

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘সময় ব্যবহার বা টাইম ইউজ জরিপ-২০২১’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

জরিপটি ২০২১ সালের হলেও এ নিয়ে বিবিএস পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয় জুলাই মাসে। এ জরিপে দিনের ২৪ ঘণ্টা মানুষ কীভাবে ব্যয় করেন, তার বিস্তারিত তথ্য উঠে এসেছে। জাতিসংঘ বা ইউএন ওমেনের সহায়তায় জরিপটি করেছে বিবিএস।

দেশের আটটি বিভাগের আট হাজার পরিবারের ওপর এ জরিপ করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ দশমিক ৭ শতাংশ ছিলেন পুরুষ, আর ৫০ দশমিক ৩ শতাংশ ছিলেন নারী। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪২ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ৪৪ বছর, ২৪ শতাংশ ১৫ থেকে ২৪ বছর বয়সী, সাড়ে ১৪ শতাংশ ৪৫ থেকে ৫৪ বছর বয়সী, ১১ শতাংশ ৫৫ থেকে ৬৪ বছর বয়সী ও বাকি প্রায় ৯ শতাংশ ৬৫ বছরের বেশি বয়সী।

জরিপে বলা হয়, বিবিএসের জরিপের তথ্য অনুযায়ী, নিজের যত্ন-আত্তি ও পরিচর্যার পর মানুষ বেশি সময় ব্যয় করেন কর্মসংস্থান তথা চাকরিসংশ্লিষ্ট কাজে। এ জন্য নারী ও পুরুষ মিলিয়ে গড়ে ব্যয় করেন ৩ ঘণ্টা ১৮ মিনিট। তবে আলাদাভাবে বিবেচনা করলে এ ক্ষেত্রে নারীর তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি সময় ব্যয় করেন পুরুষ। নারীরা কর্মসংস্থানসংশ্লিষ্ট কাজে ব্যয় করেন দিনের মাত্র ১ ঘণ্টা ১২ মিনিট। এর বিপরীতে পুরুষরা ব্যয় করেন ৬ ঘণ্টা ৬ মিনিট। পুরুষরা যখন কর্মসংস্থানসংশ্লিষ্ট কাজে দিনের একটি বড় সময় ব্যয় করেন, তখন নারীরা তাদের দিনের দ্বিতীয় সর্বোচ্চ সময় ব্যয় করেন বিনা পারিশ্রমিকে করে যাওয়া গৃহস্থালির কাজ ও পরিবারের সদস্যদের পেছনে। একজন নারী ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টা ৩৬ মিনিট ব্যয় করেন গৃহস্থালি কাজে। এর মধ্যে ৩ ঘণ্টা ১৯ মিনিটই ব্যয় হয় রান্নাবান্নার কাজে। গৃহস্থালি কাজে পুরুষ ব্যয় করেন মাত্র ৩৬ মিনিট। এ ছাড়া নারীরা পরিবারের লোকজনের সেবাযত্ন বা দেখাশোনার পেছনে ১ ঘণ্টা ১২ মিনিট ব্যয় করেন বিনা পারিশ্রমিকে।

জরিপের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, নারীরা গৃহস্থালি ও পরিবারের লোকজনের দেখাশোনা মিলিয়ে পারিবারিক কাজে দিনে ৫ ঘণ্টা ৪৮ মিনিট সময় ব্যয় করেন। কিন্তু তার বিনিময়ে তারা কোনো পারিশ্রমিক পান না। ফলে নারীদের এসব কাজের কোনো আর্থিক মূল্য নেই। এ কারণে অর্থনীতি বা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে নারীর এ কাজের কোনো অবদান হিসাবে ধরা হয় না। দীর্ঘদিন ধরে অর্থনীতিবিদেরা নারীর গৃহস্থালি কাজকে জিডিপির হিসাবে যুক্ত করার দাবি জানিয়ে আসছেন।

বিবাহিত নাকি অবিবাহিত মানুষ—কে চাকরির পেছনে বেশি সময় ব্যয় করেন, সে তথ্যও সংগ্রহ করা হয়েছে বিবিএসের জরিপে। তাতে দেখা যাচ্ছে, বিবাহিত নারী-পুরুষ উভয়ই চাকরির পেছনে বেশি সময় ব্যয় করেন অবিবাহিতদের তুলনায়। এর মধ্যে বিবাহিত পুরুষরা দিনে ৬ ঘণ্টা ৪৮ মিনিট ব্যয় করেন চাকরির পেছনে, যেখানে অবিবাহিত পুরুষরা ব্যয় করেন ৩ ঘণ্টা ৫৪ মিনিট। অর্থাৎ অবিবাহিত পুরুষের তুলনায় বিবাহিত পুরুষরা চাকরির পেছনে প্রায় দ্বিগুণ সময় ব্যয় করেন।

বিবাহিত নারীরা চাকরির পেছনে গড়ে ১ ঘণ্টা ১২ মিনিট সময় ব্যয় করেন, যেখানে অবিবাহিত নারীরা ব্যয় করেন ১ ঘণ্টা ৬ মিনিট। অবিবাহিত নারীদের তুলনায় বিবাহিত নারীরা গৃহস্থালি কাজেও বেশি সময় ব্যয় করেন। বিবাহিত নারী দিনে ৫ ঘণ্টা ১৮ মিনিট ব্যয় করেন গৃহস্থালি কাজে। অন্যদিকে অবিবাহিত নারীরা গৃহস্থালি কাজে সময় দেন দিনে ২ ঘণ্টা ১৮ মিনিট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা সিটির নতুন এলাকায় ট্যাংক নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা

বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত?

বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত?

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক দখলে নিলেন ববি শিক্ষার্থীরা

আইভরি কোস্ট  / প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান ৬০ জন

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

আজ আপনার ভাগ্যে কী আছে, দেখে নিন রাশিফলে

২৮ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

২৮ আগস্ট : টিভিতে আজকের খেলা

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি দিয়ে জবি ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ

১৪

২৮ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৫

২০৭ কোটি টাকার ঋণ খেলাপী / আসিফ এপারেলসের এমডিসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

শহীদ আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক

১৭

বুজতেছি না এ সরকার কি আমাদের, নাকি কাদের: ইব্রাহীম

১৮

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

১৯

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

২০
X