কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১২:৩৩ এএম
আপডেট : ০৩ মে ২০২৫, ০২:০৮ এএম
অনলাইন সংস্করণ

বন্ধ হলো নভোএয়ারের ফ্লাইট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এভিয়েশন সেক্টরে মাসখানেক ধরেই গুঞ্জন চলছিল দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার বন্ধ হয়ে যাচ্ছে। সেই গুঞ্জনই আজ সত্যি হলো। ‘আপাতত’ ফ্লাইট অপারেশন বন্ধ করে দিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।

শুক্রবার (০২ মে) থেকে এয়ারলাইন্সটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরুর মধ্যদিয়ে যাত্রা শুরু করেছিল নভোএয়ার। যাত্রী সেবার মানে সন্তুষ্টিও অর্জন করেছিল সংস্থাটি।

শুক্রবার ফ্লাইট অপারেশন বন্ধ ঘোষণার আগ পর্যন্ত নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছিল।

বন্ধের বিষয়ে বেসরকারি এয়ারলাইন্সটি কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজেদের ওয়েবসাইটে টিকিট বিক্রির অপশনটি বন্ধ দেখা গেছে।

নাম প্রকাশ না করে নভোএয়ারের একজন কর্মকর্তা কালবেলাকে বলেছেন, তাদের কোম্পানি বন্ধ হয়নি। শুধু সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করা হয়েছে বৃহত্তর ব্যবসায়িক চিন্তা থেকে।

ওই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক রুটে প্রবেশের জন্য বড় এয়ারক্র্যাফট সংগ্রহের উদ্যোগের অংশ হিসেবে তাদের বহরে থাকা পাঁচটি এটিআর এয়ারক্রাফট বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন তারা। প্রক্রিয়াটি এই মাসেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২ মে) থেকে আগ্রহী ক্রেতা সংস্থার পক্ষে এগুলো ইন্সপেকশন শুরু হয়েছে। এজন্যই মূলত ফ্লাইট অপারেশন বন্ধ করতে হয়েছে।

এয়ারলাইন্স সূত্রটি জানায়, যেসব যাত্রী আগাম টিকিট কেটেছিলেন, যথাযথ প্রক্রিয়ায় তাদের পুরো টাকা রিফান্ড করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২০ এপ্রিল থেকেই টিকিট বিক্রি বন্ধ ছিল।

নভোএয়ার সংশ্লিষ্ট সূত্র বলছে, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য তাদের বহরে থাকা ছোট সাইজের এয়ারক্র্যাফট বিক্রি করে ওয়াইড বডি উড়োজাহাজ কেনার উদ্যোগ রয়েছে। তবে নানা সংকটে সময় মতো সে উদ্যোগ বাস্তবায়ন হয়নি। নিজেদের বহর ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা থাকলেও লিজ নেওয়ার মতো এয়ারক্র্যাফট পাচ্ছে না সংস্থাটি। এ ছাড়া প্রতিযোগিতা থাকায় বড় বড় উড়োজাহাজ নির্মাতা সংস্থাগুলোর কাছ থেকেও উড়োজাহাজ কেনা কঠিন হচ্ছে। এমন পর্যায়ে পুরোপুরিই বন্ধ হয়ে যেতে পারে নভোএয়ার।

এর আগে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান গণমাধ্যমে বলেছিলেন, খুব শিগগিরই নভোএয়ারের বোর্ডে একজন বিনিয়োগকারী যুক্ত হবেন। তার সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সেই বিনিয়োগকারীও নিশ্চিত করা যায়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে দেশে ইউনাইটেড এয়ারওয়েজ, জিএমজি এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আবেদন করবেন যেভাবে

ট্রাম্পের পাশে থাকা মাস্ক অবশেষে সরে দাঁড়ালেন

চিফ ইঞ্জিনিয়ারের পরিকল্পনায় মোংলা বন্দরে জাহাজে ডাকাতি

আজ থেকে দেশের সব সোনার দোকান বন্ধ

সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি

কেউ নিরাপদ থাকবে না, ইসরায়েলকে ইয়েমেনি বিদ্রোহীরা

বিনা টেন্ডারে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ

সাভারে ছাত্রদলের কমিটিতে বিবাহিত ও ছাত্রলীগ কর্মী

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

১০

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলা কী কী উপকার করে

১১

কে এই মোহাম্মদ সিনওয়ার, যাকে হত্যার দাবি করছে ইসরায়েল

১২

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

১৩

কেমন কাটতে পারে আজকের দিন, জেনে নিন রাশিফলে

১৪

যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

১৫

টিভিতে আজকের খেলা

১৬

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের আশঙ্কা

১৭

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তের বাতি বন্ধ করে ফেরত নিয়েছে বিএসএফ

১৮

২৯ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

২৯ মে : আজকের নামাজের সময়সূচি

২০
X