কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৪:৩৬ এএম
অনলাইন সংস্করণ

এয়ার টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মতবিনিময় সভা 

আটাবের লোগো। ছবি : সংগৃহীত
আটাবের লোগো। ছবি : সংগৃহীত

আটাবের বিরুদ্ধে চক্রান্ত ও এয়ার টিকিট সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় অনলাইন প্লাটফর্মে এই মতবিনিময় সভার আয়োজন করে আটাব।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আটাব সভাপতি আবদুস সালাম আরেফ ও সঞ্চালনা করেন আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ। সভায় আটাবের বিরুদ্ধে চক্রান্ত ও এয়ার টিকিট সিন্ডিকেটকারীদের ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগসমূহ তুলে ধরে সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

এয়ার টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম আসন সংকট দূরীকরণসহ এয়ার টিকিট সিন্ডিকেট ভেঙে সকল ট্রাভেল এজেন্সিদের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আটাবের বর্তমান কমিটি টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে গত নভেম্বর ও জানুয়ারিতে বিভিন্ন সভায় ট্রেডের সমস্যা ও প্রতিকার তুলে ধরে আলোচনা ও সংবাদ সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এরই পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে। এক্ষেত্রে আটাবের বর্তমান কমিটি সরকারকে সার্বিক সহযোগিতা করে।

এয়ার টিকিট সিন্ডিকেটকারী দুষ্কৃতি মহল সরকারি পরিপত্র জারির পর সিন্ডিকেশন করার সুযোগ পাচ্ছে না এবং ব্যবসায় একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়ে টিকেট মূল্যবৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন করতে পারছে না। ফলে সিন্ডিকেট চক্র মার্কেটে পুনরায় সক্রিয় হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা আটাব সভাপতি, মহাসচিব ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করছে। প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে নানাভাবে হুমকি দিচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও পত্র-পত্রিকাকে প্রভাবিত করে আটাবের সভাপতি, মহাসচিব ও কমিটির নামে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে। বর্তমান আটাব কার্যনির্বাহী কমিটি বাতিলের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ দায়ের করাসহ বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে যাচ্ছে। এমনকি এই চক্র আটাব কার্যালয়েও হামলা করার হুমকি দিচ্ছে।

সভায় আটাব সদস্যগণ আটাবের বিরুদ্ধে চলমান গভীর ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সম্মিলিতভাবে মতামত প্রদান করেন।

এছাড়াও টিকিট সিন্ডিকেট, কালোবাজারি ও মজুতদারির নেপথ্যের কুচক্রীদের তদন্তের আওতায় এনে লাইসেন্স বাতিল করাসহ সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং টিকেট সিন্ডিকেটদের চিরতরে ট্রেড থেকে বিতাড়িত করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন আটাবের সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান, আটাবের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান ইসি সদস্য আলহাজ্ব এইচ.এম মুজিবুল হক সাকুর, আটাবের সাবেক মহাসচিব ও বর্তমান সদস্য জিল্লুর আহমেদ চৌধুরী দিপু, আটাব উপসচিব মো. রুশো চৌধুরী, আটাব উপসচিব মো. তোয়াহা চৌধুরীসহ অন্যান্য সদস্যগণ সভায় মতামত প্রদান করেন।

আটাবের কমিটি সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে আটাবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে এবং আটাব ও ট্রাভেল ট্রেডের ক্ষতি সাধন করা সিন্ডিকেট চক্রের ব্যাপারে সঠিক সত্য জনগণের কাছে তুলে ধরতে অনুরোধ জানাচ্ছে। আটাব তার সদস্যদের স্বার্থ, দেশের ভাবমূর্তি ও বৈধ ট্রাভেল ট্রেডের বিকাশে সচেষ্ট ছিল ও থাকবে।

উল্লেখ্য, আটাব সরকার অনুমোদিত ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ট্রাভেল এজেন্সিসমূহের একমাত্র বাণিজ্য সংগঠন। আটাব ১৯৭৬ সাল থেকে সরকার নিবন্ধিত প্রায় ৪ হাজার ট্রাভেল এজেন্ট সদস্যদের সার্বিক কল্যাণে প্রতিনিধিত্ব করছে। এছাড়াও আটাব বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের সুষ্ঠু উন্নয়নের লক্ষ্যে সরকারের সাথে অংশীজন হিসেবে সুচারুভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ চালু করছে গুগল 

লোকালয়ে মেছোবাঘ, অতঃপর...

বিরল সিদ্ধান্তে চমকে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

একযোগে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

চীন থেকে দেওয়া সারজিসের স্ট্যাটাস ভাইরাল

যে হাতে সন্ত্রাসী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখি, সে হাতেই হাতকড়া : সাংবাদিক পান্না

আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা 

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ

সংকটে তাঁতশিল্প, কাজ হারিয়েছেন লক্ষাধিক

লাল না সবুজ আপেল, কোনটা বেশি উপকারী?

১০

ইঞ্জিন চালু করতেই আগুন ধরে গেল অ্যাম্বুলেন্সে

১১

ক্রিকেটে ‘ফিরছেন’ শোয়েব আখতার-আফ্রিদি, খেলবেন টি-টোয়েন্টি ম্যাচ

১২

টনসিল অপারেশনে শিশুর মৃত্যু, পুলিশ হেফাজতে ২ চিকিৎসক

১৩

চাকরি গেল সাবেক ম্যানইউ ও রিয়াল মাদ্রিদে কোচের

১৪

নির্বাচনী রোডম্যাপে জনআকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি : এবি পার্টি

১৫

শুটিং সেটে ঝগড়া করলেন আয়ুষ্মান-সারা

১৬

ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : ফারুক

১৭

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

১৮

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

১৯

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

২০
X