আকস্মিক অতিবৃষ্টির কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে ডিএনসিসির মুখপাত্র মো. জোবায়ের হোসেন জানান, কোন এলাকায় জলবদ্ধতা দেখা দিলে ডিএনসিসি হট লাইন নাম্বার ১৬১০৬ অথবা কন্ট্রোলরুমের মোবাইল নাম্বারে ০১৭৩৯৮২৪৮৬ অথবা ০১৯৬৮৪৬৮৩৬৭ ফোন করে তথ্য প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ঢাকা উত্তরের কোন অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে দ্রুততার সাথে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব প্রস্তুতি থাকার কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন