কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শিশু অধিকার ও কল্যাণ নিশ্চিতে এডুকো বাংলাদেশের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

বৃহস্পতিবার কক্সবাজারের হোটেল সি প্যালেসে এডুকো বাংলাদেশের ২৫ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার কক্সবাজারের হোটেল সি প্যালেসে এডুকো বাংলাদেশের ২৫ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

বিশ্বের প্রায় ১৪টি দেশে ৩০ বছরের বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করা উন্নয়ন সংস্থা এডুকো ১৯৯৯ সাল থেকে বাংলাদেশেও শিশু শিক্ষা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করে। তারই ধারাবাহিকতায় শিশুর অধিকার ও কল্যাণ নিশ্চিতের প্রতিপ্রাদ্য নিয়ে কক্সবাজারে এডুকো বাংলাদেশ তাদের পথচলার ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদ্‌যাপন করেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) কক্সবাজারের হোটেল সি প্যালেসে প্রায় শতাধিক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ, সিনিয়র এক্সটার্নাল রিলেশনস কোঅর্ডিনেটর, ফাইক উয়ানিক, ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ ছাড়াও সাব সেক্টর, জাতিসংঘ, অন্যান্য আইএনজিও, এনজিও সংস্থা ও ওয়ার্কিং গ্রপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা শিশুদের শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম কার্যক্রমের জন্য কাজ করতে হবে যেন তারা স্বপ্ন দেখা বন্ধ না করে, আশা না হারায়। জীবনকে উপভোগ করতে পারে।

অনুষ্ঠানে এডুকো প্রেসিডেন্ট বলেন, শিশু, কিশোরদের জীবনমান সম্ভাবনাময়। তাদের দক্ষতা উন্নয়নে এবং তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে এডুকো কাজ করে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

প্রতিষ্ঠানের ডেপুটি সিইও গুয়োমোর ট্রুডো বলেন, কোয়ালিটি এডুকেশনের পাশাপাশি এডুকো শিশুদের শিক্ষার মৌলিক চাহিদার বিষয়টিও নিশ্চিত করতে কাজ করে। কেননা শিক্ষা এমন এক ধরনের শক্তি যেটা সব অন্যায়, নির্যাতন, শোষণ প্রতিরোধ করতে সাহায্য করে।

তিনি আরও বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে যার কারণে আমরা সব প্রান্তের শিশুদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারি। আমরা যখন মাঠ পর্যায়ে যাই, তাদের আবেগগুলো সরাসরি দেখি, তখন আমরা বুঝতে পারি আমাদের কাজ অর্থবোধক হচ্ছে কিনা।

এডুকো হিউমেনিটেরিয়ান রেসপন্স, কক্সবাজার-এর প্রধান সুমি আক্তার শিউলি বলেন, আমরা আমাদের কার্যক্রমকে আরও কম্প্রিহেনসিভ করব। শিশু শিক্ষা ও সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাব।

অনুষ্ঠানে ২৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে হোস্ট কমিউনিটির স্কুলে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক, সরকারি-বেসরকারিসহ নানা উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। এ ছাড়াও হোস্ট কমিউনিটির শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এডুকো বাংলাদেশে কক্সবাজারসহ ১০টি জেলায় শিশু কিশোর ও তরুণ-তরুণীদের জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শিশু শ্রম নিরসন, হাওর অঞ্চল ও চা বাগানের শিশুদের জন্য কার্যক্রম পরিচালনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর দখলের চেষ্টা

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

১০

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

১১

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১২

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১৩

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১৪

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৫

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৬

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৭

বাস উল্টে নিহত ২

১৮

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৯

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

২০
X