কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সৎ ও নেতৃত্বের গুণাবলীসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার’

সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত
সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান উপদেষ্টা। ছবি : সংগৃহীত

সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার ( ২০ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধনে তিনি এ কথা বলেন। ১ম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে যাচ্ছেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা শুরুতেই স্মরণ করেন মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ সব বীর সেনানীদের স্মরণ করেন। এছাড়াও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সব আহত ও শহীদ সেনা সদস্যদের। একই সঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সব ছাত্র-জনতাকে।

সেনাবাহিনী জানিয়েছে, প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন। তাছাড়া, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সে সব অফিসারকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো অপশক্তির জায়গা আর বাংলাদেশে হবে না : ডা. হারুন

কিশোরগঞ্জ জেলায় হেফাজতের নতুন কমিটি ঘোষণা

প্রাইভেটকারে যুবককে আটকে বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা

পূর্বাচলে প্লট দুর্নীতি / শেখ হাসিনাসহ ২৩ জনের মামলা বিচারের জন্য প্রস্তুত

সাতক্ষীরা প্রেস ক্লাবে ভোটের দাবিতে ২২ জুলাই বিক্ষোভ

স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি নিয়ে সুখবর পেলেন শিক্ষকরা

গোপনে ফেসবুক প্রোফাইল কে দেখেছে, জানা সম্ভব কি?

মিটফোর্ডে সোহাগ হত্যা / মূল হোতা মহিনের দোষ স্বীকার করে জবানবন্দি

সরকারি, স্বায়ত্তশাসিত ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়োগের দাবি কওমি শিক্ষার্থীদের

এবার সালমানের সাবেক প্রেমিকার বাড়িতে চুরি ও ভাঙচুর

১০

মিরপুরে রেকর্ড গড়লেন মোস্তাফিজ

১১

দুদকের মামলা / পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী শহীদুলের ৬ বছরের কারাদণ্ড

১২

এক মাসে একই লটারিতে দুবার জিতলেন ৬০ লাখ টাকা

১৩

জুলাই গণঅভ্যুত্থানে ৫০ শতাংশ অবদান জাতীয় বিশ্ববিদ্যালয়ের : ভিসির দাবি

১৪

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৩ লাখ ডলার

১৫

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

১৬

বন্যায় স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট 

১৭

অফিসে না গিয়েই ‘নাগরিক সেবায়’ সরকারি সেবা পাবে নাগরিকরা : ফয়েজ তৈয়্যব

১৮

চীন-ভারতের পানিযুদ্ধে কতটা ভুগবে বাংলাদেশ?

১৯

স্কুল দপ্তরিকে ছুরিকাঘাতে হত্যা

২০
X