কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

চলতি বছর তিনটি যৌথ মহড়া করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

চলতি বছরে তিনটি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। আসন্ন গ্রীষ্ম মৌসুমে এ মহড়া অনুষ্ঠিত হবে।

রোববার (২০ জুলাই) মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবে আসন্ন গ্রীষ্মে তিনটি যৌথ সামরিক মহড়া ও একটি নতুন সামরিক সক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহযোগিতাগুলো দুই দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

টাইগার লাইটনিং মহড়া : চতুর্থবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস আর্মি প্যাসিফিক ‘টাইগার লাইটনিং’ মহড়া পরিচালনা করবে। এ মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে যুদ্ধ, মেডিকেল ইভাকুয়েশন এবং আইইডি প্রতিরোধের মতো কৌশলগত প্রশিক্ষণ প্রদান করা হবে।

টাইগার শার্ক ২০২৫ : ২০০৯ সাল থেকে ‘টাইগার শার্ক’ যৌথ মহড়া শুরু হয়েছে। এটি ‘ফ্ল্যাশ বেঙ্গল’ সিরিজের অন্তর্ভুক্ত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। এ মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা, ক্ষুদ্র অস্ত্রের ব্যবহারে দক্ষতা এবং বিশেষ অভিযান পরিচালনার কৌশল শেখানো হবে। মহড়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো- যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া : এই মহড়াটি বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে। এতে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সি-১৮০ বিমানবহরের গুরুত্ব তুলে ধরা হবে। এছাড়াও সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) ও অ্যারোমেডিকেল অপারেশনের মাধ্যমে মানবিক সহায়তার সক্ষমতা বৃদ্ধি পাবে।

আরকিউ-২১ কর্মসূচি চালু : যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে মিলে একটি নতুন ইউএএস (মানববিহীন আকাশযান ব্যবস্থা) সক্ষমতা গড়ে তুলছে। আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনার জন্য সেনা ও নৌ সদস্যদের নিয়ে একটি বিশেষ রেজিমেন্ট গঠন করা হবে। এ প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা কার্যক্রমে আরও দক্ষতা অর্জন করবে।

এসব যৌথ মহড়া ও প্রযুক্তিগত সহায়তা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

শাহজালালের কার্গোতে আগুনে ক্ষতি কত, জানাল বিজিএমইএ

লঘুচাপ-নিম্নচাপ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শরীয়তপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জয়পুরহাটের ক্ষেতলালে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

আ.লীগ আমলে একটাই খেলা হয়েছে, অস্ত্রের খেলা : দুলু

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

সুস্থ থাকতে কোন বয়সে কত ঘণ্টা ঘুমানো প্রয়োজন, জেনে নিন

ফেসবুকে দিয়েছিলেন বিনামূল্যে লাশ পরিবহনের খবর, তিনিই এখন যাত্রী!

দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বাড়ছে : ইসলামী সমাজ

১০

মোমের আলোয় প্রয়াতদের স্মরণ করেন স্বজনরা

১১

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন

১২

সব রেকর্ড ভেঙে স্বর্ণ এখন সর্বোচ্চ দামে

১৩

খালেদা জিয়ার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করবে জনগণ : রহমাতুল্লাহ

১৪

জুনিয়র বৃত্তি পরীক্ষা : ফরম পূরণের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি

১৫

শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ

১৬

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ মিলছে ৪২ দেশের নাগরিকদের

১৭

বাগেরহাটে কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা

১৮

ঘাস চিবিয়ে মাঠ ‘অনুভব’ করতেন রোনালদো!

১৯

মালয়েশিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০
X