কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

চলতি বছর তিনটি যৌথ মহড়া করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

চলতি বছরে তিনটি যৌথ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। আসন্ন গ্রীষ্ম মৌসুমে এ মহড়া অনুষ্ঠিত হবে।

রোববার (২০ জুলাই) মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবে আসন্ন গ্রীষ্মে তিনটি যৌথ সামরিক মহড়া ও একটি নতুন সামরিক সক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহযোগিতাগুলো দুই দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

টাইগার লাইটনিং মহড়া : চতুর্থবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস আর্মি প্যাসিফিক ‘টাইগার লাইটনিং’ মহড়া পরিচালনা করবে। এ মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে যুদ্ধ, মেডিকেল ইভাকুয়েশন এবং আইইডি প্রতিরোধের মতো কৌশলগত প্রশিক্ষণ প্রদান করা হবে।

টাইগার শার্ক ২০২৫ : ২০০৯ সাল থেকে ‘টাইগার শার্ক’ যৌথ মহড়া শুরু হয়েছে। এটি ‘ফ্ল্যাশ বেঙ্গল’ সিরিজের অন্তর্ভুক্ত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। এ মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা, ক্ষুদ্র অস্ত্রের ব্যবহারে দক্ষতা এবং বিশেষ অভিযান পরিচালনার কৌশল শেখানো হবে। মহড়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো- যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া : এই মহড়াটি বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে। এতে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সি-১৮০ বিমানবহরের গুরুত্ব তুলে ধরা হবে। এছাড়াও সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) ও অ্যারোমেডিকেল অপারেশনের মাধ্যমে মানবিক সহায়তার সক্ষমতা বৃদ্ধি পাবে।

আরকিউ-২১ কর্মসূচি চালু : যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে মিলে একটি নতুন ইউএএস (মানববিহীন আকাশযান ব্যবস্থা) সক্ষমতা গড়ে তুলছে। আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনার জন্য সেনা ও নৌ সদস্যদের নিয়ে একটি বিশেষ রেজিমেন্ট গঠন করা হবে। এ প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা কার্যক্রমে আরও দক্ষতা অর্জন করবে।

এসব যৌথ মহড়া ও প্রযুক্তিগত সহায়তা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে ৫০ শতাংশ অবদান জাতীয় বিশ্ববিদ্যালয়ের : ভিসির দাবি

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৩ লাখ ডলার

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

বন্যায় স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট 

অফিসে না গিয়েই ‘নাগরিক সেবায়’ সরকারি সেবা পাবে নাগরিকরা : ফয়েজ তৈয়্যব

চীন-ভারতের পানিযুদ্ধে কতটা ভুগবে বাংলাদেশ?

স্কুল দপ্তরিকে ছুরিকাঘাতে হত্যা

রাবিতে প্রভাষক পদে নিয়োগ পেলেন জাসদ ছাত্রলীগ নেতা

মিরপুরে টাইগার বোলিং ঝলকে বিধ্বস্ত পাকিস্তান

মিরপুরে টাইগার বোলিং ঝলকে চাপে পাকিস্তান

১০

গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, হাসপাতালের ব্যাখ্যা

১১

বিষাক্ত মদ পানে আরও দুই যুবকের মৃত্যু

১২

বাসে ‘র‌্যাপিড পাস’ ও ‘কিউআর কোড’ ব্যবহার করবেন যেভাবে

১৩

এনসিপিসহ ৮২ দলের কাছে যাচ্ছে ইসির চিঠি, সময় পাবে ১৫ দিন

১৪

ছেলে হত্যার বিচার চেয়ে সড়কে ব্যানার হাতে বাবার আহাজারি

১৫

দেশে ফেরার জন্য কাঁদছে বাংলাদেশে পুশইনের শিকার ভারতীয় দম্পতি

১৬

প্লেট হাতে শাকিব খানের কান্নার ছবি ভাইরাল

১৭

গোপালগঞ্জে চার হত্যা মামলায় আসামি ৫৪০০

১৮

পরীক্ষার খাতা টিকটকে, কঠোর শাস্তির মুখে ৮ পরীক্ষক

১৯

লামিমার কারণে বিয়ে হচ্ছে না শিমুলের

২০
X