কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউনূস ইস্যুতে চিঠির প্রতিবাদ বাংলাদেশ অর্থনীতি সমিতির

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে চলমান মামলা স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া বিশ্বনেতাদের চিঠির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

সোমবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়- সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সিজিয়ন পিআর নিউজওয়্যারের ওয়েবসাইটে বিভিন্ন দেশের বেশ কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি বাংলাদেশের শ্রম আদালতে শ্রমিকদের করা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খোলা চিঠি প্রকাশ করেছেন।

আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্যক্তিত্বদের সাধারণ মানুষ তথা শ্রমিকদের করা মামলার বিষয়ে দেশের প্রধানমন্ত্রীর প্রতি এ ধরনের খোলা আহ্বান যে কোনো দৃষ্টিতেই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অশোভন। বাংলাদেশ ও আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সব মানুষই সমান। কেউ অন্যায় করলে তার প্রতিকার ও বিচার চাওয়া যাবে না, এমন দাবি করা যে কোনো সভ্যসমাজের ন্যায়ানুগ বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থী।

পদমর্যাদা ব্যবহার করে একদল ব্যক্তির বিচার বন্ধের খোলা আহ্বানকে বাংলাদেশের বিচারব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপ। এ ঘটনায় সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশের সংবিধানের ৯৪ (৪) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীনভাবে পরিচালিত হয়ে থাকে। শ্রম কিংবা নিম্ন যে কোনো আদালতের বিচারের রায়ে সংক্ষুব্ধ হলে যে কোনো ব্যক্তি উচ্চ আদালতে যেতে পারেন, আপিল করতে পারেন। কাজেই এ ধরনের চিঠি প্রদানের মাধ্যমে স্বাক্ষরকারী ব্যক্তিবর্গ বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছেন। এ ছাড়া চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও অভ্যন্তরীণ বিষয়ে যে ধরনের ভিত্তিহীন মন্তব্য করা হয়েছে, তা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের শামিল।

মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশের মানুষ দেশের অভ্যন্তরীণ বিষয়, স্বাধীন বিচারব্যবস্থার ওপরে অযাচিত হস্তক্ষেপ এবং গরিব মেহনতি শ্রমিকদের ন্যায্য অধিকারের পরিপন্থি বহির্বিশ্বের যে কোনো কর্মকাণ্ডকে কখনোই গ্রহণযোগ্য বলে মনে করে না।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী বাংলাদেশের সাড়ে চার হাজার অর্থনীতিবিদের একমাত্র পেশাজীবী সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা এ ধরনের অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অন্যায্য কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে এবং অশোভন খোলা চিঠিটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দুই বাহিনীর হাতে, ঢুকতে লাগে অনুমতি!

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

১০

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১১

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১২

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১৩

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৪

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৫

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৬

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৭

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৮

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৯

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X