রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্তে বহু মানুষ হতাহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।
অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানানো হয়েছে।
অ্যালায়েন্স মনে করে, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় পাইলট, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মন্তব্য করুন