সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নিয়োগবিধি সংশোধন, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা।

রোববার (৫ অক্টোবর) এ কর্মসূচি পালন করা হয়।

লাগাতার কর্মবিরতির কারণে ইপিআইসহ ভেঙে পড়েছে সব টিকাদান কর্মসূচি। কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে ধারণা করছেন সচেতন মহল।

এতে টিকা থেকে বঞ্চিত হতে পারে প্রায় ৫ কোটি শিশু-কিশোর। প্রতিনিধিদের পাঠানো খবর :

বরিশাল : বরিশালেও ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা। রোববার সকাল ৯টা থেকে দিনব্যাপী বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়। বরিশালে ইপিআইসহ ভেঙে পড়েছে সব টিকাদান কর্মসূচি। বেলা সাড়ে ১১টায় নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন স্বাস্থ্য সহকারী তরুণ মুন্সি, শহীদুল ইসলাম, শিউলী রানী দাস প্রমুখ। বক্তারা বলেন, আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে গিয়েছি।

এ সময় বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদানের দাবি জানান বক্তারা।

এর আগে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১ অক্টোবর থেকে সারা দেশের মতো বরিশালেও ইপিআই এবং আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে আসছেন জেলার ৪০০ স্বাস্থ্য সহকারী।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : ৬ দফা দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিদিন এ কর্মসূচি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে বলে জানান তারা।

কর্মবিরতি কর্মসূচিতে ব্রাহ্মণপাড়া উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম, সহসভাপতি মো. তাজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সদস্য আল আমিনুর রহমান চৌধুরী, আবু সালেহ, কামরুল হাসান, আবু খায়ের, নাছরিন চৌধুরী, রুনাপ জাহান, মাকসুদা আক্তার, বিউটি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেনী : ফেনীতেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন জেলার ছয়টি উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা কেন্দ্র ঘোষিত উক্ত কর্মসূচি পালন করেন। এ বিষয়ে ফেনী সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন জানান, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জেলার ছয়টি উপজেলায় কর্মবিরতি পালন করা হয়েছে। আমরা চাই দ্রুত আমাদের দাবিগুলো বাস্তবায়ন হোক।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন মুক্তাগাছার স্বাস্থ্য সহকারীরা। ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিকাদানসহ সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নিয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মুক্তাগাছা উপজেলা শাখার প্রায় ৩৮ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন। তারা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে ব্যানার টানিয়ে কর্মবিরতি পালন করেন। কর্মবিরতিতে মুক্তাগাছা উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামসহ স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৬৭ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন। রোববার দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ব্যানার টানিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সদস্যরা।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফজলুল হক চৌধুরী, সিনিয়র সহসভাপতি নেভি আক্তার, সহসভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত দাস, অর্থ সম্পাদক অরূপ দত্ত, দপ্তর সম্পাদক বিশ্বজিত চৌধুরী, কাজী মনচুর আহমেদ, মাসুদুর রহমান, মো. রাশেদ প্রমুখ।

সদরপুর (ফরিদপুর) : অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদরপুর উপজেলা শাখা। রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আব্দুল করিম খান, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল আহসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা। বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১০

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১১

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১২

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৩

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৪

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৫

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৬

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৮

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৯

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

২০
X