সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বজ্রপাতে একদিনে পাঁচ জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন শিক্ষার্থী ও তিনজন কৃষক রয়েছেন। রোববার (৫ অক্টোবর) গাইবান্ধা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

গাইবান্ধা : ‎গাইবান্ধার সাঘাটায় দুপুরে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিকেলে পৃথক বজ্রপাতে মাদ্রাসার শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো— মোহাম্মদ বাবলু মিয়া (৭) ও সহিবর। বাবলু মিয়া উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় এলাকার নূর হোসেনের ছেলে। ‌সে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। অপরদিকে সহিবর উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে।

বজ্রপাতে দুজনের মৃত্যুর খবরটি কালবেলাকে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন, এ দুটি ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওয়াসিম উলুকান্দি গ্রামের দিলা মিয়ার ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক কালবেলাকে জানান, বজ্রপাতে আহত ওয়াসিমকে মেডিকেলে নিয়ে আসার আগেই মারা যায়।

কুমিল্লা : কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় বজ্রপাতে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা ঘাটে পারাপারের জন্য ভবানীপুর ঘাটে এসেছিলেন। নিহতরা হলেন— হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজি মতিউর রহমানের দুই মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া (২৩) এবং খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম কালবেলাকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঝিনাইদহ : ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার আড়মুখী ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। সকালে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তারা মারা গেছেন। মৃতরা হলেন— সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকুপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।

শৈলকুপা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ও আব্দুল্লাহ আল মামুন পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। পৃথক ঘটনায় বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বৃষ্টি বা বজ্রপাতের সময় সবাইকে খোলা আকাশের নিচে না থাকতে অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১০

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১১

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১২

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৩

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৪

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৫

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৭

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৮

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৯

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

২০
X