রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়। পরে সেটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। এ ঘটনায় ফ্লাইট ক্যাপ্টেন নিহত হয়েছেন। আহতাবস্থায় উদ্ধার হয়েছেন বাকি তিন আরোহী।
চিলির বিমানবাহিনী শুক্রবার নিশ্চিত করেছে, তারা নিখোঁজ এমএইচ-৬০এম ব্ল্যাক হক হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে। আগের দিন বিকেলে আইসেন অঞ্চলের সাউদার্ন আইস ফিল্ডস সেক্টরে সেটি নিখোঁজ হয়েছিল। এতে চারজন ক্রু ছিলেন।
চারজন ক্রু সদস্যের মধ্যে তিনজন জীবিত উদ্ধার হয়েছেন। কিন্তু ১১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট ফ্লাইট ক্যাপ্টেন সার্জিও হিডালগো লেইভাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
এভিয়েশন গ্রুপ নং ৯-এর হেলিকপ্টারটি ভিলা ও’হিগিন্স বিমান ক্ষেত্র থেকে ক্যাম্পোস ডি হিলো সুরে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেটির খোঁজে বিমান উড়ানো হয়।
উরুগুয়ে-ভিত্তিক সংবাদ সংস্থা মার্কোপ্রেস জানায়, এ ঘটনায় চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্ট এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। বোরিক বলেন, দেশের প্রতি ফ্লাইট ক্যাপ্টেনের সেবার উত্তরাধিকার এবং তার মূল্যবান কর্মজীবনকে সম্মান জানাতে আমি আজকে একটি সরকারি শোক দিবস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। এই কঠিন সময়ে তার পরিবার, প্রিয়জন এবং সমগ্র চিলির বিমানবাহিনীর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। জেনে রাখুন যে পুরো দেশ আপনার সাথে আছে।
চিলির বিমানবাহিনী জানিয়েছে, নিখোঁজ হওয়া ব্ল্যাক হক হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। বিমানটির ধ্বংসাবশেষে চার আরোহীকে পাওয়া যায়। যাদের মধ্যে তিনজন জীবিত ছিলেন। দুঃখের বিষয় হলো, তাদের মধ্যে একজন মারা গেছেন।বিমানবাহিনী বর্তমানে উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া দুর্ঘটনায় জড়িত আমাদের কর্মীদের পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে। চিলির বিমানবাহিনী জনসাধারণকে ঘটনার ধারাবাহিকতা অবহিত করবে। আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা পাওয়া গেলেই তা প্রকাশ করা হবে।
মন্তব্য করুন