কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা, প্রথম ১৫ মিনিটে কী করবেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হঠাৎ মাঝরাতে বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব করছেন, মনে হচ্ছে কেউ যেন বুকের ভেতর পাথর বসিয়ে দিয়েছে। অনেক সময় এই ব্যথা ছড়িয়ে পড়ে পিঠ, গলা কিংবা চোয়ালের দিকে। বেশিভাগ মানুষই তখন ভাবে, ‘সম্ভবত গ্যাস হয়েছে’, আর তড়িঘড়ি খেয়ে ফেলে প্যানডি জাতীয় কোনো ওষুধ। ব্যথা কমে কি না, সেই আশায় অপেক্ষা করতে থাকে।

অথচ চিকিৎসকরা বলছেন, এমন ভুল সিদ্ধান্তই হতে পারে প্রাণঘাতী। কারণ এই সময়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ; প্রথম ১০ থেকে ১৫ মিনিটেই নিতে হবে সঠিক পদক্ষেপ।

সম্প্রতি ভারতের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. নারায়ণ ব্যানার্জি তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, বুকের মাঝখানে চাপ ধরা বা ভারী লাগার মতো ব্যথা দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।

তার ভাষায়, ‘মাঝরাতে হঠাৎ কারও বুকের মাঝখানটা চেপে ধরল। মনে হতে পারে বুকের মধ্যে একটা পাথর বসেছে। ব্যথাটা পিঠের দিকে চলে যাচ্ছে, গলার দিকে বা চোয়ালের দিকে আসছে। সেসময় অনেকেই ভাবে গ্যাস হয়েছে, একটা গ্যাসের ওষুধ খেয়ে দেখে ব্যথা কমে কি না। কিন্তু এতে বিপদ আরও বাড়ে।’

তিনি জোর দিয়ে বলেন, এমন সময় একদম অপেক্ষা করা যাবে না। কারণ প্রথম ১০-১৫ মিনিটের পদক্ষেপই জীবন বাঁচাতে পারে। তাই নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসককে উপসর্গ বিস্তারিত জানাতে হবে, যাতে দ্রুত ইসিজি করা যায়।

‘আমরা প্রথমেই দেখি, হার্টে রক্ত চলাচল স্বাভাবিক আছে কি না। ইসিজি করে যদি দেখা যায় রক্ত চলাচল কম, তখনই ওষুধ দেওয়া হয়। প্রয়োজনে ক্লট গলানোর ইনজেকশনও দেওয়া হতে পারে,’ বলেন ডা. ব্যানার্জি।

তিনি আরও সতর্ক করেন, বাড়িতে বসে অপেক্ষা করা বা ব্যথা কমার আশায় সময় নষ্ট করা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। কারণ, হার্ট অ্যাটাকের শুরুতে দ্রুত চিকিৎসা নিলে বাঁচার সম্ভাবনা অনেক বেশি থাকে, অথচ দেরি হলে জটিলতা বা মৃত্যু অনিবার্য হয়ে পড়ে।

চিকিৎসকদের মতে, আজকালকার ব্যস্ত ও অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও অনিদ্রা— সব মিলিয়ে হৃদরোগের ঝুঁকি বেড়েছে ভয়াবহভাবে। তাই শরীরের যে কোনো অস্বাভাবিক সংকেত, বিশেষ করে বুকের ব্যথা, শ্বাসকষ্ট বা হাত-পিঠে চাপ অনুভূত হলে তা কখনোই হালকা করে দেখা যাবে না।

সূত্র : দ্য ওয়াল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ : ডিসি সারোয়ার

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ

অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব, সরকারের বিবৃতি

ক্যারিবীয়দের উড়িয়ে যা বললেন মিরাজ

নীল চোখের সন্তান জন্মলাভের আশায় নিজের চোখের রঙ বদলে ফেললেন নারী!

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘Ai অ্যান্ড IoT রেভলিউশন’ কর্মশালা

ড. তোফায়েল আহমেদের পরিবারের খোঁজ নিলেন জামায়াত আমির

রাত ৯টা থেকে বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম চালুর ঘোষণা

রাকসুর হল সংসদে ২৫৫ পদের ২৩৪টিতে শিবিরের একচ্ছত্র জয়

১০

মানবসেবাই চিকিৎসকদের পরমধর্ম : মেয়র শাহাদাত

১১

শাহজালালে আগুন / ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের

১২

কচুরিপানার নিচে লুকানো ছিল মানুষের কঙ্কাল

১৩

এবার বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন

১৪

প্রেমিকের নানার বাড়িতে মিলল প্রেমিকার মরদেহ

১৫

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, প্রস্তুত চার হাসপাতাল

১৬

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘লিট-কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত

১৭

যত দ্রুত পারি এয়ারপোর্ট চালু করব

১৮

কমিউনিটি ব্যাংক ও সিয়ান গ্লোবালের মধ্যে টেকসই উন্নয়ন অংশীদারত্ব চুক্তি

১৯

রিশাদের ঘূর্ণিঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

২০
X