বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম দুলাল বলেছেন, ‘নীতিবহির্ভূত সাংবাদিকতা কালবেলা করবে না। কালবেলার সাংবাদিকতা হবে দেশ ও মানুষের জন্য।’
আজ রোববার রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দৈনিক কালবেলা কার্যালয়ে আয়োজিত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওই সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের পরিচালক রাকাতুল ইসলাম রাতুল, পত্রিকার মহাব্যবস্থাপক (সার্কুলেশন) রিয়াজ শাহী, সিএফও আবুল কাশেম, প্রধান প্রতিবেদক রাজু আহমেদ, অনলাইন এডিটর পলাশ মাহমুদ, অতিরিক্ত বার্তা সম্পাদক এস আই শরীফ, ক্রীড়া সম্পাদক রানা হাসান, বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, দীপু সারোয়ার, কবির হোসেন, শাহ আলম খান, প্রধান অপরাধবিষয়ক প্রতিবেদক আতাউর রহমান ও প্রধান আলোকচিত্রী কাজল হাজরাসহ কালবেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ও কেক কেটে নজরুল ইসলাম দুলালের জন্মদিন উদযাপন করেছেন বিশ্বাস বিল্ডার্সের কর্মকর্তা-কর্মচারীরাও। ওই সময় বিশ্বাস বিল্ডার্সের উপদেষ্টা আবুল কালাম, নির্বাহী পরিচালক এস এম শামীম হাসান, প্রকল্প পরিচালক মোতালেব হোসেন, এম এ ফয়েজ, মোহাম্মদ ওসমান, মহাব্যবস্থাপক নুরুল ইসলাম, প্রধান সমন্বয়ক কে এম মোস্তাকিম, উপমহাব্যবস্থাপক নূরে আলম, ইদ্রিস হাওলাদার, ব্যবস্থাপক আসিফ রিজভী, ফিরোজুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামে ১৯৬৬ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম দুলাল। গতকাল শনিবার ৫৭ বছরে পা রেখেছেন সফল এই ব্যবসায়ী। সমাজের পিছিয়ে পড়া অংশকে এগিয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠানও গড়েছেন তিনি। এর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুর রশিদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়, হাজি জাহানারা বেগম কওমি হাফিজিয়া মহিলা মাদ্রাসা এবং আলহাজ নজরুল ইসলাম টেকনিক্যাল কলেজ। নিজ এলাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে হাজার হাজার তরুণের।
নিজের ব্যবসা প্রতিষ্ঠান সামলানোর পাশাপাশি রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় নজরুল ইসলাম দুলাল। বর্তমানে ব্রাদার্স ইউনিয়নের প্রেসিডেন্ট এবং রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহসভাপতি। কৃষক লীগের সাবেক সিনিয়র সহসভাপতি তিনি।
মন্তব্য করুন