কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ফেসবুক পোস্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শোক জানান তিনি।

পোস্টে মুশফিকুল ফজল আনসারী লেকেন, জাগতিক সব চেষ্টা তুচ্ছ করে, জেগে ওঠা সব আশাকে ছাপিয়ে মহান রবের ডাকে পরপারে পাড়ি জমালেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের অবিচল প্রহরী, জনগণের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি লেখেন, ওয়াশিংটনে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে পবিত্র মক্কায় ফজরের নামাজের প্রস্তুতির সময় অনলাইনে যেতেই গভীর এক ধাক্কা খেলাম। মনকে কোনোভাবেই বোঝাতে পারছি না, এ কি হলো। পারলাম না, পারলাম না কোনো কাজে লাগাতে। ম‍্যাডাম কেবল দিয়েই গেলেন, নিলেন না কিছুই।

মুশফিকুল আনসারী লেখেন, বারবার লিখতে গিয়েও কোনো শব্দই গেঁথে রাখতে পারছি না। মনে হচ্ছে, ভাষা আজ পরাজিত, অনুভূতি আজ শব্দের চেয়েও ভারী। এ শুধু একটি শোক সংবাদ নয়, এক কালের পরিসমাপ্তি, এক কিংবদন্তির নীরব বিদায়। একটি জাতির দীর্ঘ সংগ্রামের ইতিহাস আজ নিঃশব্দে থেমে গেল। কোটি কোটি মানুষের আশা-ভরসার যে ঠিকানাটি ছিল অবিচল, যেন হঠাৎ করেই তা শূন্য হয়ে গেল। মানুষের সাহস, ভরসা এবং মাথা উঁচু করে বাঁচার প্রেরণার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় আজ নীরব, নিথর।

তিনি লেখেন, এই বিদায় শুধু একজন নেত্রীর নয়, মায়ের মতো আগলে রাখা এক অভিভাবকের বিদায়। যিনি নির্যাতিতকে সাহস দিয়েছেন, আশাহতকে ভরসা জুগিয়েছেন, হতাশ জনতাকে দেখিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার পথ। নির্যাতন, কারাবাস, দেশি-বিদেশি ষড়যন্ত্র মুখেও তিনি আজীবন আপসহীন থেকেছেন গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, মনে ছিল অটল বিশ্বাস, আর হৃদয়ের প্রতিটি স্পন্দনে বাংলাদেশ। বেগম খালেদা জিয়া কেবলই একজন নেতা ছিলেন না, ছিলেন একটি প্রজন্মের সাহস, একটি জাতির আত্মবিশ্বাস, সংগ্রামের প্রতীক। তার জীবন মানেই প্রতিরোধ, তার নাম মানেই অবিচলতা। অন‍্যায় ও অবিচারের বিরুদ্ধে তিনি মাথা নত করেননি, আপস করেননি; বরং দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছেন দৃঢ়চেতা মনোবল নিয়ে।

রাষ্ট্রদূত আরও লেখেন, এই শূন্যতা কোনো দিনই পূরণ হবার নয়। রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে, রাজনীতির প্রতিটি বাঁকে, আর কোটি মানুষের হৃদয়ের গভীরে আজ এক গভীর নীরবতা ও চাপা আর্তনাদ। এমন একজন মানুষের প্রস্থান মানে শুধু একটি শূন্য আসন নয়, চলে যাওয়া সাহস, অভিভাবকত্ব আর নির্ভরতার এক অমূল্য ঠিকানা। তার আদর্শ, সংগ্রাম আর দেশপ্রেম পথ দেখাবে প্রজন্ম থেকে প্রজন্মে। খালেদা জিয়াই বাংলাদেশ—আর বাংলাদেশই খালেদা জিয়া। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকাহত পরিবার ও শোকসন্তপ্ত জাতিকে এই গভীর বেদনা বহন করার শক্তি ও ধৈর্য দান করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তির প্রেরণা জুগিয়েছেন খালেদা জিয়া : প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে পৈতৃক বাড়িতে স্বজনদের ভিড়

গুলশানে জরুরি সভায় তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে ক্যালিফোর্নিয়া বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার মৃত্যুতে জয়ের শোক

খালেদা জিয়ার সঙ্গে শেষ দেখার স্মৃতিচারণ করলেন ড. ইউনূস

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা

দায়িত্ব পালনকালে সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোক

১০

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের আবেগঘন বার্তা

১১

বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

১২

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা 

১৩

ইইউ-ফ্রান্স-যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার শোক

১৪

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া

১৫

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনএমের গভীর শোক

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক

১৭

আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন: কনকচাঁপা

১৮

বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে  

১৯

প্রকাশ্যে আসলো বিজয়-রাশমিকার বিয়ের তারিখ

২০
X