প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের উদ্যোগে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ৭৭ জন শিশু হাফেজ কুরআন খতম করে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর পরিবাগে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাফেজ শিশুদের পাশাপাশি ২১ নম্বর ওয়ার্ডের সব মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হাফেজ শিশুদের বিশেষ উপহার দেওয়া হয়।
মন্তব্য করুন