ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে গান্ধী ঘাটে অবস্থিত মহাত্মা গান্ধী অবক্ষ মূর্তির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি।
সোমবার (২ অক্টোবর) সমিতির নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির প্রেসিডিয়াম সদস্য সাবেক সচিব অশোক মাধব রায়, সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সদস্য ডা. সুব্রত ঘোষ ও পরিমল ভৌমিক।
মন্তব্য করুন