

ভারতের ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি দিয়ে রেজিস্ট্রেশন করা ব্যক্তি রয়েছেন। এমনকি তিনি ২২ বার ভোটও দিয়েছেন।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কংগ্রেসের হেডকোয়ার্টারে জালিয়াতির এমন তথ্য তুলে ধরেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল গান্ধী একটি ভোটার তালিকা প্রকাশ করেছেন। এ তালিকায় ব্রাজিলিয়ান নারীর ছবি ব্যবহার করে তৈরি ২২টি ভোটার আইডি কার্ড দেখা যায়। এসব কার্ডে নাম ব্যবহার করা হয়েছে—সীমা, সুইটি, সরস্বতী, রেশমি এবং ভিমলার মতো ভারতীয় নাম।
তিনি প্রশ্ন তোলেন, এই নারী কে? তার নাম কী? তিনি কোন রাজ্যের বাসিন্দা? দেখতে কি হরিয়ানার নারীর মতো লাগে? অথচ তিনি হরিয়ানায় ২২ বার ভোট দিয়েছেন!
তার অভিযোগ, ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজশ করে নির্বাচন কমিশন এই জালিয়াতির ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, এটি কোনো একক বুথের ত্রুটি নয়, কেন্দ্রীয় পর্যায়ে কেউ এই ছবিটি ভোটার তালিকায় যুক্ত করেছে। ছবিটি আসলে একজন ব্রাজিলিয়ান মডেলের, যা একটি স্টক ইমেজ—যে কেউ ব্যবহার করতে পারে।
রাহুলের দাবি, হরিয়ানার ভোটার তালিকায় প্রায় ২৫ লাখ ভুয়া ভোটার রয়েছে। এমনকি এক জায়গায় একটি ছবির মাধ্যমে ২২৩টি ভোট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, গত বছরের হরিয়ানা নির্বাচনের বুথফেরত জরিপে কংগ্রেস এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বিজেপি জয়ী হয়। এরপর কংগ্রেস নিজস্ব তদন্ত শুরু করে, এবং সেখানেই এই ভয়াবহ জালিয়াতির তথ্য সামনে আসে।
রাহুল বলেন, আমি নির্বাচন কমিশন ও ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছি। শতভাগ প্রমাণসহ বলছি—হরিয়ানায় কংগ্রেসের সম্ভাব্য ভূমিধস জয়কে পরাজয়ে পরিণত করতে কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করা হয়েছিল।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই ব্রাজিলিয়ান মডেলের ছবিটি হরিয়ানার রাই এলাকার ভোটার তালিকায় পাওয়া গেছে।
মন্তব্য করুন