কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৩:৪১ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হামলার অভিযোগে শাহবাগে ঐক্য পরিষদের অবস্থান 

রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দুর্গাপূজা নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সাম্প্রদায়িক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাকর্মীরা। হামলাকারীদের অন্তত একজন গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরের পর থেকে এ কর্মসূচি শুরু হয়।

পরিষদের অভিযোগ কুমিল্লায় স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারীরা এই হামলা চালিয়েছেন। পরিষদের পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে হচ্ছিল। কর্মসূচি চলাকালে ঐক্য পরিষদের শীর্ষ নেতারা মুঠোফোনে কুমিল্লায় হামলার খবর পান বলে জানান। খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে যান পরিষদের নেতাকর্মীরা।

শাহবাগ মোড়ে মিনিট দশেক অবস্থান করেন পরিষদের নেতাকর্মীরা। সেখানে তারা নানা স্লোগান ও বক্তব্য দেন। পরে পুলিশের অনুরোধে তারা শাহবাগ মোড় ছেড়ে কয়েক গজ দূরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভে অংশ নিয়ে পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেন, কয়েক দিন আগে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব আওয়ামী লীগের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে সাম্প্রদায়িক গালি দেন। মৃণাল কান্তির বিরুদ্ধে জনসমক্ষে আরও নানা সাম্প্রদায়িক কটূক্তি করেন তিনি। সেদিনের ঘটনার নিন্দা-প্রতিবাদ জানিয়েছিলেন তারা। ফয়সালের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক, আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার নেওয়ার দাবিও জানিয়েছিলেন তারা।

গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়ে একটি সভা হয়। সেখানে স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার নানা আপত্তিকর মন্তব্য করেন। তিনি হিন্দু সম্প্রদায়ের লাখ লাখ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। ঐক্য পরিষদ প্রতিবাদ জানালে তিনি প্রতিহতের ঘোষণা দেন। অন্যদিকে কুড়িগ্রামে চারণকবি রাধাপদ রায়কে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দাবির মুখে মূল হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাণা দাশগুপ্ত বলেন, তাদের ভোটে যারা সংসদ সদস্য হন, গাড়ি পান, আজকে তারাই তাদের ওপর হুমড়ি খেয়ে পড়ছেন। দুর্গাপূজা সামনে রেখে তারা বলে আসছিলেন, এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্য মহলবিশেষ চেষ্টা করছে। সাম্প্রদায়িক গালাগাল, ধর্মীয় অনুভূতিতে আঘাত, দুর্গাপূজার প্রাক্কালে মন্দিরে হামলা-ভাঙচুরের প্রতিবাদ, দুর্গাপূজার ছুটি তিন দিন করাসহ নানা দাবিতে পরিষদ আজ সারা দেশে শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছিল। কর্মসূচি চলাকালে তারা কুমিল্লায় হামলার খবর পেলেন। আজকে তারা যন্ত্রণায় কাতর, তাদের অন্তর জ্বলছে। কুমিল্লায় হামলার ঘটনায় যতক্ষণ পর্যন্ত অন্তত একজন গ্রেপ্তার না হবেন, ততক্ষণ তাদের অবস্থান কর্মসূচি চলবে।

পরিষদের কেন্দ্রীয় নেতা মণীন্দ্র কুমার নাথ বলেন, সাম্প্রদায়িক মন্তব্য করে সংসদ সদস্য থাকার যোগ্যতা নেই এমপি বাহারের। আমরা দেখতে চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন পরিষদের নেতা জয়ন্ত কুমার দেব, যুব ঐক্য পরিষদের নেতা শ্যামল দেবনাথ, দিলীপ ঘোষ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X