কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০১:১৬ এএম
অনলাইন সংস্করণ

শিশুদের স্বাস্থ্য ও বিকাশের ওপর মারাত্মক প্রভাব রোধে কঠোর নজরদারি জরুরি

‘ইন্ড চাইল্ডহুড লিড পয়েজিনিং’ সংলাপ। ছবি : কালবেলা
‘ইন্ড চাইল্ডহুড লিড পয়েজিনিং’ সংলাপ। ছবি : কালবেলা

সীসার বিষক্রিয়া শিশুদের স্বাস্থ্য ও বিকাশের ওপর মারাত্মক ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তাদের ব্রেনকে ধ্বংস করে দেয়। বিপজ্জনক ধাতব সীসার দুষণ এবং এর কারণে শিশুদের ক্ষতিজনিত পরিস্থিতি মোকাবিলায় এসিড ব্যাটারির অবৈধ পুনর্ব্যবহারকে নিয়ন্ত্রণ ও সর্তক করার কথা বলেন সংলাপে বিশিষ্টজনেরা।

তারা বলেন, অবৈধ পুনর্ব্যবহার সীসার সংস্পর্শে আসার একটি প্রধান উৎস। এটি শিশু এবং নারী উভয়ের জন্যই উল্লেখযোগ্য মাত্রায় স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই নীতিনির্ধারক ও বেসরকারি উন্নয়ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

রোববার (২২ অক্টোবর) আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তর ডিওই মিলনায়তনে ‘ইন্ড চাইল্ডহুড লিড পয়েজিনিং’ শীর্ষক প্রাইভেট সেক্টরের সঙ্গে জাতীয় সংলাপের আয়োজন করে ইউনিসেফ এবং বাংলাদেশ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিভাগ,ইএসডিও। বাংলাদেশে আন্তর্জাতিক সীসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব ড.ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইএসডিওর চেয়ারপারসন ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ,ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইমা ব্রেগহাম। সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিএইচএসের উপ প্রোগাম ম্যানেজার ডা. আনোয়ার সাদাত। স্বাগত বক্তব্য দেন ইউনিসেফের প্রধান স্বাস্থ্য সেকশনের মায়া ভেন্ডেনেন।

বাংলাদেশে আনুমানিক ৩৫.৫ মিলিয়ন শিশু সীসার বিষক্রিয়ায় আক্রান্ত হয় এবং বার্ষিক প্রায় ৩১ হাজার জন মৃত্যুর কারণ সীসার সংস্পর্শে আসার জন্য দায়ী। - সমস্ত মৃত্যুর ৩.৬ শতাংশ জাতীয়ভাবে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে মারাত্মকভাবে সীসা-প্রভাবিত দেশগুলির মধ্যে একটি করে তোলে বক্তরা বলেন, বাংলাদেশে হলুদের উচ্চ মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। মান নির্দেশক হিসেবে রঙ ও ওজন বাড়ানোর জন্য ব্যবহৃত লেড ক্রোমেট শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে সমানভাবে রক্তে সীসার মাত্রা বৃদ্ধিতে অবদান রাখে। সীসার বিষক্রিয়া শিশুদের পরিপূর্ণ বিকাশের সক্ষমতাকে ব্যাহত করে এবং জীবনে সুযোগগুলোর সর্বাধিক সুবিধা গ্রহণে বাধা হয়ে দাঁড়ায়। সীসা-এসিড ব্যাটারিগুলোর অনানুষ্ঠানিক ও নিম্নমানের পুনর্ব্যবহার এর ফলে পরিবেশ দুষিত করে। যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে দিন দিন বাড়ছে এর দুষণ। যানবাহনের মালিকানা বৃদ্ধির পাশাপাশি গাড়ির ব্যাটারি পুনর্ব্যবহার বিষয়ক নিয়মকানুন ও অবকাঠামোগত ঘাটতি অনানুষ্ঠানিক অর্থনীতিতে সীসা-অ্যাসিড ব্যাটারি অনিরাপদভাবে পুনর্ব্যবহারে সীসা দুষণ বেড়ে যাচ্ছে। যা কঠোর নিয়মানুবর্তী ও নজরদারির মধ্যে আনার বিষয় বলেন তারা। এ বিষয়ে প্রচারণা, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সীসা মুক্ত পণ্যের জন্য জনসচেতনতা ও চাহিদা বৃদ্ধির পাশাপাশি শিল্প ও ব্যবসার মালিক এবং নীতি নির্ধারকদের জবাবদিহিতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। এ সংক্রান্ত বিদেশি পণ্য আমদানি নিয়ন্ত্রণের উপর জোর দিয়ে সম্মিলিত প্রচেষ্টায় লাখ লাখ বাংলাদেশি শিশু সীসার বিষের মারাত্মক ক্ষতি থেকে রক্ষা পাবে।

ইএসডিও বাংলাদেশের মহাসচিব ড. শাহরিয়ার হোসেনের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন পিএমআর-ডিজিএইচএস এবং চেয়ার, লাইন ডিরেক্টর প্রফেসর ড. মাজহারুল ইসলাম, কেমিক্যাল টেস্টিং উইং এর পরিচালক গাজী মো. নুরুল ইসলাম, বিএসটিআই মাসুদ ইকবাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শামীম, নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) কাজী তামজিদ আহমেদ, বিপিএমএর সাধারণ সম্পাদক অরুণ মিত্র, কিউএমএস অ্যান্ড ইএইচএস এর ম্যানেজার মইনুল আলম, রহিম আফরোজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সতর্ক থাকতে বললেন মাহিন সরকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে দু’একটি দল বাধা দিচ্ছে : জামায়াত 

এক মঞ্চে মোদি-শি, জমে উঠছে বৈরী দুই প্রতিবেশীর কূটনীতি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

ট্রেনের ধাক্কায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ল অটোরিকশা

বাড়ির পাশে খেলছিল ভাই-বোন, অতঃপর...

ক্ষুব্ধ নাগরিকরা, ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাড়িতে লুটপাট

দেড় ঘণ্টা ধরে পিটিয়ে মৃত ভেবে ফেলে গেল গ্রামবাসী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

১০

ড. ইউনূসের ভাগ্য নির্ধারিত হতে পারে আজ : মোস্তফা ফিরোজ

১১

‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে’

১২

ঢাবি ছাত্রলীগ সেক্রেটারি সৈকত ফের রিমান্ডে 

১৩

পদ্মা ব্যাংকে অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা 

১৪

সম্পদ বিবরণী জারির নোটিশ / অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল দম্পতির বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুদক

১৫

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

১৬

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

১৭

মেট্রোরেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন এখনই

১৮

সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

১৯

শিশুকে অপহরণের পর থানায় অভিযোগের পরামর্শ দেন তারা

২০
X