নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৫ অক্টোবর) ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, নাশকতার পরিকল্পনাকালে আনসার আল ইসলামের উত্তর-পশ্চিমাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বশীল ইয়াকুব হুজুরসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার র্যাব-৬ খুলনা ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন