রাজধানীর কাকরাইল মোড়ে পেশাগত দায়িত্বপালনকালে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত রাফসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রাফসানের সঙ্গে থাকা কালবেলার জ্যৈষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্য জানিয়েছেন, কাকড়াইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্য় চলাকালে ভিডিও ফুটেজ নিচ্ছিলেন সাংবাদিক রাফসান জানি। পুলিশের ওপর হামলার এই ফুটেজ সংগ্রহকালে বিএনপির নেতাকর্মীরা রাফসানের ওপর হামলা চালায়।
তিনি আরও বলেন, এ সময় রাফসানের গলায় কালবেলার আইডিকার্ড ঝুলানো থাকলেও তাকে এলোপাথাড়ি মারধর করে। হামলায় তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে। এ ছাড়া তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। তার অবস্থা গুরুতর।
মন্তব্য করুন