সহিংসতার ঘটনায় গত আট দিনে এক হাজার ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২৯ অক্টোবর) রাতে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ থেকে ২৮ অক্টোবরের মধ্যে এক হাজার ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগে ৯০ জন, লালবাগে ৩২১ জন, মতিঝিলে ১২৭ জন, ওয়ারী ৩৫৬ জন, তেজগাঁওয়ে ১১৯ জন, মিরপুরে ৩৫৩ জন, গুলশানে ৮৯ জন ও উত্তরা বিভাগে ২৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই আট দিনের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে ২৮ অক্টোবর। দিনটিতে ৬৯৬ জনকে গ্রেপ্তার করা হয়। তালিকায় এরপরে রয়েছে ২৭ অক্টোবর। দিনটিতে গ্রেপ্তার করা হয় ৩৪০ জনকে। আর ২১ তারিখে ৩১ জন, ২২ ও ২৩ তারিখে ৪২ জন, ২৪ তারিখে ৮৫ জন, ২৫ তারিখে ১১১ জন ও ২৬ তারিখে ২০২ জনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন