পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় মো. আফজালকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার সিদ্ধান্ত মোতাবেক পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে মো. আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মন্তব্য করুন