বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৩:৪৩ এএম
অনলাইন সংস্করণ

১ মাসের এমপি হতে চান আওয়ামী লীগের ১০ নেতা

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী কয়েকজন নেতা। ছবি : কালবেলা
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী কয়েকজন নেতা। ছবি : কালবেলা

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেছেন ১০ জন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে ফরম বিক্রি শুরু হয়। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ শেষে জমা দিয়েছেন তারা। তারা সবাই নৌকার মাঝি হতে চান।

এদিকে বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষের দিকে। আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণে এ আসনে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি শপথ গ্রহণ করলেও সংসদে বসার সুযোগ পাবেন না। তবুও একমাসের জন্য এমপি হতে আগ্রহী দলটির নেতারা।

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মারা যাওয়ার পর এ আসন শূন্য ঘোষণা করা হয়। শূন্য হওয়া আসনটিতে গত ২৪ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ২৬ নভেম্বর হবে নির্বাচন।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, এ উপনির্বাচনের প্রার্থী ঠিক করতে শনিবার কিংবা রোববার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক হতে পারে।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেওয়া ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম সরোয়ার, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহন ও কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সদস্য রাজিব পারভেজ ও সংবাদ পাঠিকা নাজনীন নাহার।

এ ব্যাপারে প্রয়াত এমপি শাহজাহান মিয়ার ছেলে অ্যাড. তারিকুজ্জামান মনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে আমার পরিবার সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কখনো আমাদের পরিবার কারও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি, উপকার ছাড়া। বাবা অসুস্থ থাকাকালীন পরিবারের সিদ্ধান্ত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন চাইবো। তবে হঠাৎ বাবার মৃত্যুর পর আমরা শোকাহত হয়ে পড়ি। তবে যেহেতু উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তাই আমি নেত্রীর কাছে আমার পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী-১ আসনের মনোনয়ন চেয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

৭ বছর পর নগরবাসীর জন্য খুলল ফার্মগেটের আনোয়ারা উদ্যান

এবার যুবদল কর্মীকে হত্যা

১০

সহজ ম্যাচ জটিল করে শেষ বলে জয় চট্টগ্রামের

১১

মার্কেট থেকে ফুটপাতে শীতের আমেজ, স্বস্তিতে বিক্রেতারাও

১২

হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

১৩

খালেদা জিয়ার কবর জিয়ারত জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের

১৪

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

১৫

মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে সালাহউদ্দিন আহমদের বার্তা

১৬

ট্রাম্পকেও পতনের মুখে পড়তে হবে : হুঁশিয়ারি খামেনির

১৭

গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরানিরা, রক্তে লাল রাজপথ

১৮

সীমান্ত থেকে নয় রাউন্ড গুলিসহ দুই শুটারগান জব্দ

১৯

খালেদা জিয়ার ত্যাগের প্রতিদান হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা : ইশরাক

২০
X