ডিএমপির উপকমিশনার (প্রসিকিউশন বিভাগ) মোহাম্মদ আনিসুর রহমানকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। যোগদানের তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।
সর্বশেষ গত ১১ জানুয়ারি ঢাকার অপরাধ প্রসিকিউশন বিভাগের উপকমিশনার হিসেবে তাকে বদলি করা হয়। এর আগে তিনি ঢাকার অপরাধ প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার, উপকমিশনারের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।
মন্তব্য করুন