রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে একটি আবাসিক ১৪তলা ভবনের ৫ম তলায় আগুন লেগেছে। মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) শাহজাহান শিকদার কালবেলাকে জানান, আগুন লাগার খবর পাওয়ার পর সাথে সাথেই প্রথম ইউনিট পৌঁছায়। এরপর মোহাম্মদপুর ও কল্যাণপুর ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিনির্বাপণের পর ভবন থেকে অগ্নিদগ্ধ এক বৃদ্ধকে নিহত উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর। এখনো তার পরিচয় জানা যায়নি।
মন্তব্য করুন