কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যা করলে তারা কর্ম দক্ষ হয়ে উঠবে

‘গ্লোবাল ডিসঅ্যাবিলিটি সামিটে বাংলাদেশ সরকারের দেওয়া প্রতিশ্রুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিতকরণ এবং দক্ষতা উন্নয়ন’-বিষয়ক কর্মশালায় আলোচকরা। ছবি : সংগৃহীত
‘গ্লোবাল ডিসঅ্যাবিলিটি সামিটে বাংলাদেশ সরকারের দেওয়া প্রতিশ্রুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিতকরণ এবং দক্ষতা উন্নয়ন’-বিষয়ক কর্মশালায় আলোচকরা। ছবি : সংগৃহীত

প্রতিবন্ধী ব্যক্তিকে কীভাবে প্রতিবেদনে উপস্থাপন করা হচ্ছে তা মিডিয়া মনিটরিং বা গণমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে তুলে ধরতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পরিচর্যা করলে কর্মক্ষেত্রে তারা অপ্রতিবন্ধী ব্যক্তির চেয়েও বেশি কর্ম দক্ষ হয়ে উঠবে। সেটাও গণমাধ্যমে তুলে ধরা দরকার।

সোমবার (১১ ডিসেম্বর) ‘গ্লোবাল ডিসঅ্যাবিলিটি সামিটে বাংলাদেশ সরকারের দেওয়া প্রতিশ্রুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিতকরণ এবং দক্ষতা উন্নয়ন’-বিষয়ক কর্মশালায় আলোচকরা এসব কথা বলেন।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ কর্মশালার উদ্বোধন করেন। এতে স্বাগত বক্তব্য দেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) চলতি দায়িত্ব শেখ মজলিশ ফুয়াদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক খায়রুজ্জামান কামাল, দৈনিক ইত্তেফাকের রাবেয়া বেবী, দৈনিক ভোরের কাগজের প্রতিবেদক মরিয়ম সেজুতি, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের সিনিয়র প্রতিবেদক মো. বুরহানউদ্দিন প্রমুখ।

কর্মশালায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার এলিজাবেথ ইতি ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, প্রতিবন্ধীদের অগ্রযাত্রা মসৃণ করতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও সামাজিক বৈষম্যে দূরীকরণে কুসংস্কার প্রতিরোধের ক্ষেত্রে সাংবাদিকদের প্রতিবেদন ও ফিচার তৈরির ওপর জোর দেন। এ ছাড়া প্রতিবন্ধীদের অধিকার, কর্মক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারে সহায়তাসহ স্বাস্থ্য ও ভাষা (শব্দ চয়নের) প্রয়োগে সংযমী হওয়ার কথা বলেন তিনি। সাংবাদিকতার শক্তিমত্তা তখনই প্রকাশ পায় যখন সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর জাতিকে তাদের ন্যায্যতা সমাজের সামনে উপস্থাপন করা হয়।

বৈঠকে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপরসন মহুয়া পাল বলেন, প্রতিবন্ধিতা কখনও বাধা হতে পারে না। কারণ এটা জিনগত ও পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে সৃষ্ট। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয় বিবেচনায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে অবকাঠামোগত উন্নয়ন সাধন করছে।

কর্মশালায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, অসচেতনতার কারণে পরিবার ও সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন একসময় দুর্বিষহ হয়ে পড়ে। কিন্তু আমরা যদি সঠিক পরিচর্যা ও চিকিৎসা করাতে পারি তবে তারা স্বাভাবিক মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সক্ষম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

শেখ ফয়েজ গ্রেপ্তার

দিনভর উত্তাল চট্টগ্রাম

যুবককে কুপিয়ে হত্যা

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

১০

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

১১

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

১২

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

১৩

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১৪

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১৫

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১৬

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৮

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৯

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

২০
X