কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে সংলাপে বসার আহ্বান সম্মিলিত পেশাজীবী পরিষদের

জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা’ অভিহিত করে চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএসপিপির উদ্যোগে ‘৭ জানুয়ারির ভোট বর্জনে লিফলেট বিতরণ উপলক্ষে’ এক সংক্ষিপ্ত সমাবেশে এই আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাবেক আহ্বায়ক রুহুল আমিন গাজী। পরে ভোট বর্জনের আহ্বানে তোপখানা রোডে পথচারী, বাস-রিকশাচালক ও যাত্রীদের হাতে হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।

রুহুল আমিন গাজী বলেন, বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে। এক সাগর রক্তের বিনিময় যেই দেশটি আমরা সবাই মিলে স্বাধীন করলাম গণতন্ত্রের ও মানবাধিকারের জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আজকে সেই দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয়। এর চেয়ে দুঃখ আর কী হতে পারে? আপনি ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট করলেন এবং ১৮ সালে রাতে ভোট করলেন, এখন আবার তামাশার নির্বাচন শুরু করেছেন, ডামি নির্বাচন শুরু করেছেন। যে নির্বাচন কেউ মানে না, বাংলাদেশের জনগণ এই নির্বাচন মানে না।

তিনি বলেন, আমরা সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, এই নির্বাচনী খেলা বন্ধ করেন, তপশিল-ভোট বন্ধ করেন। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যেমত করে আলোচনায় বসেন, একটি ‍সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন।

রুহুল আমিন গাজী বলেন, এই নির্বাচন করে আপনি যদি মনে করেন চিরস্থায়ী আরেকটি বাকশাল শাসন কায়েম করবেন সেটি দু:স্বপ্ন হবে সেটি কখনো বাংলাদেশে কায়েম হবে না। এদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ, এদেশের মানুষ গণতন্ত্রের পূজারি, এই দেশের মানুষ কখনো পরাধীনতা মেনে নেয় না এবং কখনো পরাধীনতা মেনে নেবে না।

রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক নজরুল ইসলাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খান মো. মনোয়ারুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-ড্যাবের ডা. জহিরুল ইসলাম শাকিল, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকৌশলী আব্দুল হালিম মিঞা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, সাংবাদিক বাছির জামাল, রাশেদুল হক, সাঈদ খানসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করব না : লুৎফুজ্জামান বাবর

প্রিন্স রূপে শাকিব খান

‘আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম’

ফ্যাসিবাদী আমলের মামলায় জুলাইযোদ্ধা তরিকুল কারাগারে : ছাত্র-জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া 

পিনাকীকে বললেন রাশেদ : আপনি ইসলামিক মূল্যবোধ প্রচার করেন কিন্তু কেন ইসলাম গ্রহণ করেননি

হাসিনার বক্তব্য প্রচার নিয়ে অন্তর্বর্তী সরকারের কড়া বার্তা

ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী?

গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

রক্তচাপ সম্পর্কে যা জানা জরুরি

১০

লুটপাট-চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই : মুজিবুর রহমান

১১

 ১০ হাজার ‘বীর’ সেনাকে সম্মান জানালেন কিম

১২

সাংবাদিক বিভুরঞ্জন সরকার ‘নিখোঁজ’ 

১৩

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

১৪

ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দেশ ছাড়ার মতো অবস্থায় তারকা খেলোয়াড়

১৫

নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে : ডা. জাহিদ 

১৬

থানা হাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

১৭

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

১৮

বাড়িভাড়ার কথা বলে ঘরে প্রবেশ, হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা

১৯

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

২০
X