কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে সংলাপে বসার আহ্বান সম্মিলিত পেশাজীবী পরিষদের

জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা’ অভিহিত করে চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএসপিপির উদ্যোগে ‘৭ জানুয়ারির ভোট বর্জনে লিফলেট বিতরণ উপলক্ষে’ এক সংক্ষিপ্ত সমাবেশে এই আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাবেক আহ্বায়ক রুহুল আমিন গাজী। পরে ভোট বর্জনের আহ্বানে তোপখানা রোডে পথচারী, বাস-রিকশাচালক ও যাত্রীদের হাতে হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।

রুহুল আমিন গাজী বলেন, বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে। এক সাগর রক্তের বিনিময় যেই দেশটি আমরা সবাই মিলে স্বাধীন করলাম গণতন্ত্রের ও মানবাধিকারের জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আজকে সেই দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয়। এর চেয়ে দুঃখ আর কী হতে পারে? আপনি ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট করলেন এবং ১৮ সালে রাতে ভোট করলেন, এখন আবার তামাশার নির্বাচন শুরু করেছেন, ডামি নির্বাচন শুরু করেছেন। যে নির্বাচন কেউ মানে না, বাংলাদেশের জনগণ এই নির্বাচন মানে না।

তিনি বলেন, আমরা সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, এই নির্বাচনী খেলা বন্ধ করেন, তপশিল-ভোট বন্ধ করেন। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যেমত করে আলোচনায় বসেন, একটি ‍সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন।

রুহুল আমিন গাজী বলেন, এই নির্বাচন করে আপনি যদি মনে করেন চিরস্থায়ী আরেকটি বাকশাল শাসন কায়েম করবেন সেটি দু:স্বপ্ন হবে সেটি কখনো বাংলাদেশে কায়েম হবে না। এদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ, এদেশের মানুষ গণতন্ত্রের পূজারি, এই দেশের মানুষ কখনো পরাধীনতা মেনে নেয় না এবং কখনো পরাধীনতা মেনে নেবে না।

রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক নজরুল ইসলাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খান মো. মনোয়ারুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-ড্যাবের ডা. জহিরুল ইসলাম শাকিল, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকৌশলী আব্দুল হালিম মিঞা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, সাংবাদিক বাছির জামাল, রাশেদুল হক, সাঈদ খানসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’

পিরিয়ডে পেটব্যথা, কমবে ভেষজ চায়ে

জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন তাইজুল

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক

ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল বাইপাইল

ইনিংস ঘোষণা বাংলাদেশের, জিততে বিশ্ব রেকর্ড গড়তে হবে আয়ারল্যান্ডকে

জেলেনস্কিকে আলটিমেটাম দিলেন ট্রাম্প

১০

পূর্ববিরোধে থেমে গেল জীবনের প্রাণ 

১১

সমর্থন করার জন্য ধন্যবাদ জানালেন মিথিলা

১২

সন্দেহ-অবিশ্বাসে দেশের পরিবর্তন সম্ভব নয় : রিজওয়ানা

১৩

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ : রাজউক চেয়ারম্যান

১৪

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

১৫

এসএমসিতে পার্ট টাইম চাকরির সুযোগ

১৬

দেশে ফের ভূমিকম্প

১৭

৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

১৮

যুবদল নেতা বহিষ্কার

১৯

টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম

২০
X