আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে মার্কিন প্রতিনিধি দল কোনো পরামর্শ দিলে সরকার স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জানা গেছে, চলতি মাসে মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ফার্নান্দেজ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল নির্বাচনের বিষয়ে কোনো পরামর্শ দিলে সরকার স্বাগত জানাবে। আর নির্বাচনের বিষয়ে তাদের কোনো উজ্জ্বল ধারণা থাকলে আমরা তা পছন্দ করতে পারি।’
দুই দেশের সরকারের মধ্যে ‘কোনো ভুল বোঝাবুঝি থাকলে’ তা দূর করতে পরস্পরের সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচন সামনে রেখে নেওয়া মার্কিন ভিসা নীতির ব্যাপারে সরকার উদ্বিগ্ন নয় দাবি করে মোমেন বলেন, ‘যারা যুক্তরাষ্ট্রের বিষয়ে আগ্রহী, তারাই শুধু এ বিষয়ে চিন্তিত।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন সরকারকে অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে একটি প্রক্রিয়া অনুসরণ করতে বলেছে। সরকার প্রক্রিয়াটি অনুসরণ করছে।’
বাংলাদেশের পররাষ্ট্রনীতি চীনের দিকে ঝুঁকতে পারে, এমন একটি ধারণা আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রেখেছে।’
মন্তব্য করুন