কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে নতুন দিগন্ত উন্মোচন

মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে নতুন দিগন্ত উন্মোচন হলো। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যবই এবং পাঠদান পদ্ধতিতে যে পরিবর্তন আনা হয়েছে সেখানে মুক্তিযুদ্ধের উপস্থাপনা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই দুই শ্রেণির বাংলা ও সমাজবিজ্ঞান বইয়ে মুক্তিযুদ্ধবিষয়ক তথ্য-উপাত্ত শিক্ষাক্রমের সহায়ক উপাদান ডিজিটাল শিক্ষার বিষয়বস্তু হিসেবে ব্যবহার করা হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানে এটা অপারেট করবেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে বৃহস্পতিবার জাদুঘরের সেমিনার হলে ‘মুক্তিযুদ্ধের ওপর ডিজিটাল শিক্ষার বিষয়বস্তু’ শীর্ষক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য ডা. সারওয়ার আলী একথা বলেন।

ডা. সারওয়ার আলী বলেন মুক্তিযুদ্ধের দ্বিতীয় প্রজন্ম চলছে। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস আজও প্রাসঙ্গিক। মুক্তিযুদ্ধ পাঠদানের মাধ্যমে এই প্রজন্ম ধর্মের নামে নৃশংসতাকে ঘৃণা করতে শিক্ষা পাবে। মানবিক সমাজের লেখচিত্র অঙ্কন করতে পারবে। মুক্তিযুদ্ধের ওপর ডিজিটাল শিক্ষার তাগিদ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর নতুন পাঠ্যবই কেন্দ্র করে শিক্ষা-সহায়ক ডিজিটাল কনটেন্ট তৈরি ও সরবরাহের উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে যে যাত্রা শুরু হয়েছে এটা সংগতিপূর্ণ।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য মফিদুল হক বলেন, শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে ডিজিটাল কনটেন্ট তৈরি মুক্তিযুদ্ধ জাদুঘরের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’, ‘তিনদিনের রোজনামচা’ এবং ‘তোমাদের এলাকায় মুক্তিযুদ্ধ’ অধ্যায়ের শহীদ আজাদ বিষয়ক রচনা ঘিরে দুটি তথ্যমূলক ডিজিটাল কনটেন্ট পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে। যা সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমাদের মুক্তিযুদ্ধ একটা বিশাল অর্জন। যদিও শিক্ষাক্ষেত্রে অনেক ঘাটতি থাকতে পারে। কিন্তু আমাদের মনে হয়েছে, এই নতুন চিন্তা-ভাবনার সঙ্গে সমাজের সম্প্রীতি আমাদের বলবান করবে। আমরা আমাদের মতো করে একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করছি।

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদের মতে, ডিজিটাল কনটেন্টের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদানে সহায়ক অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা, গ্রাফিকস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ-আই ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠ-অনুধাবন মূল্যায়ন ব্যবস্থা এখানে রয়েছে। মুক্তিযুদ্ধের যে দুটো অধ্যায় ষষ্ঠ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই দুটো অধ্যায়ের একটি বাংলা বইতে শহীদ জননী জাহানারা ইমাম। সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা জাহানারা ইমামের ছোটবেলা থেকে তার কর্মকাণ্ড সব কিছু জানতে পারবো। শিক্ষার্থীরা ক্লাশে সেটা করবে। আবার দলীয়ভাবেও করতে পারবে। মানে কনটেন্টগুলো তৈরি করা হয়েছে যাতে সহজেই শিক্ষক-শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া যায়। শুধু ভিডিও বা ছবিই নয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগ্রহশালা থেকেও কিছু ডকুমেন্ট এখানে দেওয়া হয়েছে। এই ডকুমেন্টগুলোর মধ্যে ডায়রির পাতা, সংবাদপত্রের নিউজ ইত্যাদিও রয়েছে।

ড. মঈনুল যাবের জানান, ডিজিটাল কনটেন্টের সুবিধা হচ্ছে কারিকুলামের উপাদানগুলোকে সহজভাবে তুলে ধরা।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য সারা যাকের বলেন, মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্তি শুধু বাংলা বইয়ে নয়, অন্য বইতেও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

সময় বাড়ল রিটার্ন দাখিলের, দেবেন যেভাবে

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের সমন্বিত উদ্যোগে অভিবাসী কল্যাণে নতুন সম্ভাবনা

১০

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

১১

বুলবুলকে ‘বাংলার এরদোয়ান’ বললেন সাদিক কায়েম

১২

ফেনীকে নতুন করে গড়তে চাই, সুযোগ দিন : মঞ্জু

১৩

৪৭তম বিসিএস / শাহবাগে পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

১৪

ভূমিকম্পে এক ভবনে হেলে গেল আরেকটি ভবন, এলাকায় আতঙ্ক

১৫

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বড় বিপদে ভারত

১৬

‘আয়ারল্যান্ডকে অভিনন্দন, দারুণ ব্যাটিং করেছে তারা’

১৭

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

১৮

ভূমিকম্প আতঙ্ক : জবিতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ

১৯

পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

২০
X