ময়মনসিংহে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরসহ ১১ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (১৩ জুলাই) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে এ জাদুঘরের উদ্বোধন করেন তিনি।
জাদুঘরে মহান মুক্তিযুদ্ধে ময়মনসিংহে শহীদ হওয়া পুলিশ সদস্যদের নানা জিনিস স্থান পেয়েছে। তিনি ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আবিদ হোসনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শরীফ আহমেদ, ফাহমী গোলন্দাজ বাবেল, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, মাহমুদুল হাসান সুমন, এ বি এম আনিছুজ্জামান, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, মো. আ. মালেক সরকার, মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঞা।