কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কমনওয়েলথ পর্যবেক্ষক টিম পাঠানোয় উৎসাহবোধ করছে আ.লীগ : কাদের 

ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছে, তাদের দেখে আওয়ামী লীগ উৎসাহবোধ করছে। আশা করছি, আগামী ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা পর্যবেক্ষণ করে যেন তার সঠিক চিত্র, বিদেশি সাংবাদিকরা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল। রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।

বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আ.লীগ সরকার নির্বাচন ব্যবস্থায় ৮২টি সংস্কার এনেছে। এই সংস্কারের একটি তালিকা কমনওয়েলথ টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। এই নির্বাচন নিয়ে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক টিমের ব্যাপক আগ্রহ রয়েছে, তারা আশা করছে বাংলাদেশে একটি ভালো নির্বাচন হবে।

বর্তমানে বাংলাদেশে অবস্থান করা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বিষয়ে আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছেন, তাদের দেখে আওয়ামী লীগ উৎসাহবোধ করছে। ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী ৭ জানুয়ারি যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা পর্যবেক্ষণ করে যেন তার সঠিক চিত্র বিদেশি সাংবাদিকরা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল । পুলিশ সদর দপ্তরে এ বৈঠক অনিুষ্ঠিত হয়। বৈঠকে ভোটের সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বৈঠকে পুলিশপ্রধানের কাছে জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় ভোটের নিরাপত্তা নিয়ে সার্বিক চিত্র তুলে ধরেন আইজিপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তীব্র গ্যাসের সংকট কেন, জানাল তিতাস

দেশবিরোধী চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে : হেফাজত

জকসুতে পরাজয়ের পর ইতিবাচক প্রতিক্রিয়া জানালেন রাকিব

ঢাকায় সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন

ধর্মঘট প্রত্যাহারের পর সিলিন্ডারের দাম কত চান ব্যবসায়ীরা?

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি : আসিফ নজরুল

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

১০

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

১২

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

১৩

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১৪

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

১৫

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৬

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

১৭

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

১৮

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১৯

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

২০
X