কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘একতরফা নির্বাচন’ দেশে সহিংসতাকে উসকে দিচ্ছে : ইউট্যাব

ইউট্যাবের লোগো
ইউট্যাবের লোগো

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান শনিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, আগামীকাল ৭ জানুয়ারি আওয়ামী লীগ ও কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশন একতরফা ও ডামি নির্বাচনের আয়োজন সম্পন্ন করেছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী, স্বতন্ত্র ও ডামি প্রার্থী এবং সমর্থকরা নিজেরাই সংঘর্ষ, হানাহানি ও সহিসংতায় লিপ্ত হয়েছে। অথচ দেশের প্রধান বিরোধীদল বিএনপিসহ ৬৪টি রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এমনকি আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে, একতরফা ও ডামি নির্বাচন নিয়েও সরকারের একগুঁয়েমি আচরণ সারাদেশে সহিংসতা ও সন্ত্রাসকে উসকে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড এবং হতাহতের ঘটনা ঘটেছে। কেননা ইতোমধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন। কিন্তু ক্ষমতাসীন সরকার ও তাদের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই বিরোধী দল তথা বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।

নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা জবরদখলের পর প্রত্যেকটি খাতে দলীয়করণ করেছে। যে কারণে দেশে ন্যায়বিচার, মানবাধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র নেই। দেশে চলছে একদলীয় শাসন ও এক ব্যক্তির শাসন। দেশের সকল বিরোধী রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে রাজপথে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করে আসছে। কিন্তু সরকার বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতেও হামলা ও বাধা দিয়েছে। এক্ষেত্রে জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য অতি উৎসাহী হয়ে অপেশাদার আচরণ করছেন। দেশের জনগণের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বিধানকে গুরুত্ব না দিয়ে তারা বিএনপি ও বিরোধী দল দমনেই বেশি ব্যস্ত হয়ে পড়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে। ফলে দেশের বিভিন্ন স্থানে নাশকতা এবং অগ্নিকাণ্ডের মতো জঘন্য কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এরা দেশ ও জনগণের শত্রু।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সীমাহীন দমন-পীড়ন চালাচ্ছে। ক্রসফায়ার ও জোরপূর্বক গুমের সংস্কৃতি চালুর মাধ্যমে অহরহ মানবাবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে অদ্যাবধি প্রায় ২৫ হাজারের বেশি নেতাকর্মীকে বিনা কারণে সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে রেখে অমানবিক নির্যাতন করা হচ্ছে। এক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ অসংখ্য কেন্দ্রীয় ও শীর্ষ নেতা রয়েছেন। শুধু তাই নয়, অসংখ্য নেতাকর্মী আহত এবং কয়েকজন নিহত হয়েছেন; যা খুবই দুঃখজনক। এরপরও দেশে পরিকল্পিতভাবে নাশকতা ঘটাচ্ছে সরকারি দলের লোকজন ও বিভিন্ন সংস্থার লোক। তা না হলে অপরাধীদের ধরা হচ্ছে না কেন? এর আগে ভোরে তেজগাঁওয়ে ট্রেনে আগুন লাগিয়ে ৪ ব্যক্তির প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। বিরোধী দলের কোনো নেতাকর্মী রাস্তায় নেমে শান্তিপূর্ণ কর্মসূচিই পালন করতে পারছে না। অসংখ্য নেতাকর্মী কারাগারে বন্দি। তারপরও এসব জ্বালাও-পোড়াও এবং অন্যায় অপকর্মের দোষ চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর।

তারা বলেন, আমরা শিক্ষক সমাজ মনে করি, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া মানে আওয়ামী ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া। দেশ ও জাতির স্বার্থে সম্মানিত ভোটার ও সচেতন বিবেকবান নাগরকিদের কাছে আহ্বান- আসুন আমরা সবাই মিলে প্রহসনের নির্বাচনে ভোটদানে বিরত থাকি। একইসঙ্গে ঢাকায় ট্রেনে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় নিন্দা, শোক এবং আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১০

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১১

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১২

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৩

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৪

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৫

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৬

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৭

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৮

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৯

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

২০
X