কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অগ্নিসন্ত্রাস ও নাশকতা বন্ধের দাবি সুজনের

বেনাপোল এক্সপ্রেসে আগুন। ছবি : কালবেলা
বেনাপোল এক্সপ্রেসে আগুন। ছবি : কালবেলা

‘অগ্নিসন্ত্রাস ও নাশকতা অবিলম্বে বন্ধের দাবি, সকল অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। শনিবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে শুক্রবার বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সুজন বলছে, রাজনৈতিক আন্দোলনের মধ্যেই এ সকল অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটায় প্রাথমিকভাবে এর দায় চাপছে আন্দোলনকারীদের ওপর। সরকারের পক্ষ থেকেও আন্দোলনকারীদের দায়ী করা হচ্ছে। অপরদিকে আন্দোলনকারীরা এ দায় অস্বীকার করছে এবং সরকারের এজেন্টরা এ সকল ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করছে। একইসাথে তারা এ সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে।

সুজন বলছে, এ ধরনের ঘটনা অত্যন্ত ঘৃণ্য ও ন্যক্কারজনক। ঘটনাগুলো যেই ঘটাক, এটা তাদের হীনমানসিকতার পরিচায়ক। নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল বৃহৎ রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও, এ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ-সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সকল ঘটনাতেও ঘটছে হতাহতের ঘটনা; জনমনে সৃষ্টি হচ্ছে চরম ভীতি। এছাড়াও শুক্রবার বেশকিছু ভোটকেন্দ্রে অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনারও তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে। একইসাথে ভোটের দিন যাতে সংঘাত-সহিংসতার ঘটনা না ঘটে, সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

এছাড়া, দেশের কোথাও কোথাও নির্বাচনে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য এবং কোথাও কোথাও নির্বাচন বর্জনকারীদের পক্ষ থেকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে। এও বলা হয়েছে, ভোটকেন্দ্রে যাওয়া বা না যাওয়া ভোটারদের স্বাধীনতা; এই স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক

গাজীপুরে তিতাসের গ্যাস লিকেজ, ৩০০ ফুট এলাকাজুড়ে আগুন

ভেনেজুয়েলা থেকে আসা তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

যুবদল নেতাকে বহিষ্কার

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

১০

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

১১

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

১২

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

১৩

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৪

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

১৫

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১৬

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১৭

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১৮

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৯

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

২০
X