কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অগ্নিসন্ত্রাস ও নাশকতা বন্ধের দাবি সুজনের

বেনাপোল এক্সপ্রেসে আগুন। ছবি : কালবেলা
বেনাপোল এক্সপ্রেসে আগুন। ছবি : কালবেলা

‘অগ্নিসন্ত্রাস ও নাশকতা অবিলম্বে বন্ধের দাবি, সকল অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। শনিবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে শুক্রবার বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সুজন বলছে, রাজনৈতিক আন্দোলনের মধ্যেই এ সকল অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটায় প্রাথমিকভাবে এর দায় চাপছে আন্দোলনকারীদের ওপর। সরকারের পক্ষ থেকেও আন্দোলনকারীদের দায়ী করা হচ্ছে। অপরদিকে আন্দোলনকারীরা এ দায় অস্বীকার করছে এবং সরকারের এজেন্টরা এ সকল ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করছে। একইসাথে তারা এ সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে।

সুজন বলছে, এ ধরনের ঘটনা অত্যন্ত ঘৃণ্য ও ন্যক্কারজনক। ঘটনাগুলো যেই ঘটাক, এটা তাদের হীনমানসিকতার পরিচায়ক। নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল বৃহৎ রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও, এ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ-সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সকল ঘটনাতেও ঘটছে হতাহতের ঘটনা; জনমনে সৃষ্টি হচ্ছে চরম ভীতি। এছাড়াও শুক্রবার বেশকিছু ভোটকেন্দ্রে অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনারও তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে। একইসাথে ভোটের দিন যাতে সংঘাত-সহিংসতার ঘটনা না ঘটে, সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

এছাড়া, দেশের কোথাও কোথাও নির্বাচনে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য এবং কোথাও কোথাও নির্বাচন বর্জনকারীদের পক্ষ থেকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে। এও বলা হয়েছে, ভোটকেন্দ্রে যাওয়া বা না যাওয়া ভোটারদের স্বাধীনতা; এই স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ভূমিকম্পে পরিবর্তন হয়ে যায় পৃথিবীর ঘূর্ণনগতি

ভূমিকম্পে দুর্ঘটনা সম্পর্কিত যোগাযোগের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

নরসিংদীতে ভূমিকম্পে শিশুসহ নিহত ২, আহত শতাধিক

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

ফুটবল মাঠে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

শনিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো-২০২৫’

বিএনপির উপজেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

খুলনা বিভাগের উন্নয়নে পাঁচ দফা দাবি

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল এআইইউবি 

১০

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : গোলাম পরওয়ার

১১

জাল টাকার কারখানার সন্ধান, যুবক গ্রেপ্তার

১২

ভূমিকম্পে কোথাও আটকা পড়লে যা করবেন

১৩

ইতিহাস গড়লেন বাংলাদেশের মিথিলা

১৪

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

১৫

কেয়ামত কি শুক্রবারেই সংঘটিত হবে, যা বলা হয়েছে হাদিসে

১৬

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তাইজুল, ছুঁয়ে ফেললেন সাকিবকে

১৭

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১৮

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

১৯

ভূমিকম্প আতঙ্কে কর্মচারী ভবনে আশ্রয় নিলেন ঢাবি শিক্ষার্থীরা

২০
X