কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অগ্নিসন্ত্রাস ও নাশকতা বন্ধের দাবি সুজনের

বেনাপোল এক্সপ্রেসে আগুন। ছবি : কালবেলা
বেনাপোল এক্সপ্রেসে আগুন। ছবি : কালবেলা

‘অগ্নিসন্ত্রাস ও নাশকতা অবিলম্বে বন্ধের দাবি, সকল অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। শনিবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে শুক্রবার বেনাপোল এক্সপ্রেসে ভয়াবহ নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

সুজন বলছে, রাজনৈতিক আন্দোলনের মধ্যেই এ সকল অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটায় প্রাথমিকভাবে এর দায় চাপছে আন্দোলনকারীদের ওপর। সরকারের পক্ষ থেকেও আন্দোলনকারীদের দায়ী করা হচ্ছে। অপরদিকে আন্দোলনকারীরা এ দায় অস্বীকার করছে এবং সরকারের এজেন্টরা এ সকল ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করছে। একইসাথে তারা এ সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে।

সুজন বলছে, এ ধরনের ঘটনা অত্যন্ত ঘৃণ্য ও ন্যক্কারজনক। ঘটনাগুলো যেই ঘটাক, এটা তাদের হীনমানসিকতার পরিচায়ক। নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল বৃহৎ রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও, এ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ-সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সকল ঘটনাতেও ঘটছে হতাহতের ঘটনা; জনমনে সৃষ্টি হচ্ছে চরম ভীতি। এছাড়াও শুক্রবার বেশকিছু ভোটকেন্দ্রে অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনারও তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে। একইসাথে ভোটের দিন যাতে সংঘাত-সহিংসতার ঘটনা না ঘটে, সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

এছাড়া, দেশের কোথাও কোথাও নির্বাচনে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য এবং কোথাও কোথাও নির্বাচন বর্জনকারীদের পক্ষ থেকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে। এও বলা হয়েছে, ভোটকেন্দ্রে যাওয়া বা না যাওয়া ভোটারদের স্বাধীনতা; এই স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১০

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১১

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১২

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৩

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৪

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৫

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

১৬

জামায়াতের মুখে সংস্কার, হাস্যকর বিষয় : সোহেল

১৭

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে? জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

১৮

গণতন্ত্রকামী দলগুলোর দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ সুযোগ নেবে : তারেক রহমান

১৯

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

২০
X