পর্যটন কেন্দ্র কক্সবাজারে একটি রিসোর্টের মালিক কাজী জাফর ছাদেক রাজু (৩৮)। সেই সুবাদে ঢাকা থেকে ঘুরতে যাওয়া ধনী ঘরের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। পরে তাদের মাধ্যমেই রাজধানীতে তৈরি করা হয় ইয়াবা বিক্রির সিন্ডিকেট।
কক্সবাজার থেকে বিমানে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসতেন তিনি ও তার সহযোগীরা। অবশেষে রিসোর্ট মালিক রাজুসহ এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, রাজু আসলে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে কক্সবাজার থানায় দুটি মামলা আছে। কক্সবাজারের কলাতলীতে মেরিন ইকো রিসোর্টের মালিক তিনি। দীর্ঘদিন ধরে তিনি নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে কক্সবাজার এলাকা থেকে বিমান পথে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে তার এজেন্টদের মধ্যে সরবরাহ করত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা মেট্রো দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, গতকাল মঙ্গলবার (৪ জুলাই) ভোর থেকে বুধবার (৫ জুলাই) পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন- আরাফাত আবেদীন (৩৮), তাহরিম ইসলাম রবিন (৪৩), আহম্মেদ সাবাব (২৬), সাদি রহমান (২৬)। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৮১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে সুব্রত সরকার বলেন, ১১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবাব ও সাদিকে বনানী এলাকা এবং তাহরিমকে গুলশান এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে কক্সবাজারভিত্তিক একটি মাদক সিন্ডিকেটের তথ্য পাওয়া যায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে আরাফাতকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রামপুরা এলাকা থেকে মূলহোতা কাজী জাফর ছাদেক রাজুকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বনানী, গুলশান, ঢাকা ক্যান্টনমেন্ট ও রামপুরা থানায় আলাদা আলাদা মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন