কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

নতুন এমপিদের শপথ আজ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন আজ। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনে শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন এখন পর্যন্ত বিদ্যমান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথগ্রহণ শেষে বেলা ১২টায় সংসদ ভবনে এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সংসদীয় দলের সভা হবে। ওই সভায় নতুন সংসদ নেতা নির্বাচন করবেন আওয়ামী লীগের এমপিরা। নির্বাচিত করা হবে দ্বাদশ সংসদের উপনেতাও।

এ ছাড়াও দ্বাদশ সংসদে সরকারি দলের চিফ হুইপ ও হুইপদেরও নির্বাচিত করা হতে পারে। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, আকার কেমন হচ্ছে- এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবিষয়ে তিনি এখনো নির্দেশনা পাননি।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। এরমধ্যে চট্টগ্রামের একটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে ১১ আসনে। আওয়ামী লীগের পদধারী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ আসনে জয় পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি করে দুটি আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে ১টিতে। গতকাল মঙ্গলবার এই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পর দিনই, অর্থাৎ আজ শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত এমপিরা।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলটির ২২২ জন নির্বাচিতদের মধ্যে আজ শপথ নেবেন ২২১ জন। কারণ, ঢাকা-৪ আসনের ফলাফল গতকাল হাইকোর্ট স্থগিত করেছেন। জাপার পক্ষ থেকে গতকাল দুপুরে জানানো হয়েছিল যে- দলটির নির্বাচিত ১১জন এমপি আজ শপথ নেবেন না। দলের চেয়ারম্যান জি এম কাদের ঢাকার বাইরে থাকার কারণে এবং আগামীকাল সকাল ১১টায় দলীয় এমপিদের বৈঠকের পর শপথের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, কয়েক ঘণ্টা পরেই সন্ধ্যায় পৌনে ৭টায় জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপার এমপিরা আজই শপথ নেবেন। একাদশ সংসদের মেয়াদ পূর্তির ১৯ দিন আগেই নতুন এমপিরা দায়িত্ব নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা সেচ ক্যানেলে নেমে ২ শিশুর মৃত্যু 

ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির গ্রহ

পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে : ডা. তাহের

ডাকসুর নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার, মুখ খুললেন সাদিক কায়েম

নিখোঁজের পর নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

১০

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

১১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩ জন

১২

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

১৩

কোন জিনিস কতদিন ব্যবহার করা নিরাপদ

১৪

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

১৫

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

১৬

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

১৭

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

১৮

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

১৯

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

২০
X