প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ- কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। বুধবার (১০ জানুয়ারি) এ অভিনন্দন জানান তারা।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন, অবাধ, সুষ্ঠু ও নজিরবিহীন সুন্দর নির্বাচনে গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ ২২৩ আসনে জয়লাভ করায় বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সক্রিয় জাতীয় সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ- কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংগঠনের মহাসচিব মো শফিকুল ইসলাম বাবুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
একইসঙ্গে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সকল ইউনিট আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল, সুপ্রিম কোর্ট শাখা, ঢাকা বার কমান্ড শাখা, মহানগর, জেলা, রেলওয়ে সিভিল অ্যাভিয়েশন ও অগ্রণী ব্যাংকসহ সকল প্রাতিষ্ঠানিক ইউনিট, উপজেলা, থানা পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোসহ মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।
মন্তব্য করুন