সদ্য গঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের (ইআরডিএফবি) পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) ইআরডিএফবি’র সভাপতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা) ও ইআরডিএফবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এ শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে ইআরডিএফবি’র নেতারা আশা প্রকাশ করেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর যুগোপযোগী পদক্ষেপ এবং গতিশীল নেতৃত্বে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন সাধিত হবে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে। সৌজন্য সাক্ষাৎকালে সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন