সৌদি আরব থেকে নিয়ে আসা পবিত্র জমজম কূপের পানি বিক্রি করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে ধর্মীয় অনুভূতি পুঁজি করে চটকদার বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি না করতেও ব্যবসায়ীদের সতর্ক করেছে সংস্থাটি।
রোববার (১৪ জানুয়ারি) ঢাকার কারওয়ানবাজারের টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পবিত্র জমজম কূপের পানি, রিয়াজুল জান্নাহ নামে জায়নামাজ, আতর, খেজুর ইত্যাদি পণ্য বিক্রয়কারী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় এসব কথা জানায় সংস্থাটি।
সভায় ভোক্তা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে অধিদপ্তর নিয়মিত বাজার অভিযান পরিচালনা করে যাচ্ছে। এ ছাড়াও অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে নকল ও ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে কিংবা চটকদার বিজ্ঞাপন দিয়ে কোনো পণ্য বিক্রি করা যাবে না। পণ্য কিনতে ভোক্তাদের সতর্ক হতে হবে। আর প্রতারিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি অবৈধভাবে জমজম কূপের পানি, রিয়াজুল জান্নাহ’র জায়নামাজ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে হারামাইন স্টোর নামে একটি অনলাইন শপকে ৩ লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিদপ্তর।
মন্তব্য করুন