কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘শূন্যপদগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ছবি : সংগৃহীত
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ছবি : সংগৃহীত

দেশে সরকারি চাকরির শূন্যপদগুলোতে নিয়োগের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি যে শূন্যপদগুলো আছে, সেগুলোতে নিয়োগের ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশের জন্য ৪টি স্তম্ভের কথা আমরা জানি। স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট জনগণ- এই ৪টি স্তম্ভকে কেন্দ্র করে সব মন্ত্রণালয়কে বলা হয়েছে, ওই মন্ত্রণালয় যে অংশের সঙ্গে জড়িত, সেই অংশটুকু যেন পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতার কথা বলেছেন এবং জানিয়ে দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স থাকবে। সকলকে একই নীতি অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেগুলো আছে, সেগুলো যাতে প্রকৃত উপকারভোগীরা পায়, সেটি মনিটরিং করার জন্যও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে আগামী পবিত্র রমজান মাসে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং রমজান সংশ্লিষ্ট পণ্যগুলোর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক যেন থাকে, সে ব্যাপারেও কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যা ছিল, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তিনি নির্দেশনা দিয়েছেন, তারা যেন কর্মপরিকল্পনা গ্রহণ করে এবং বাস্তবায়নে কাজ করে। কৃষি উৎপাদনের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। কৃষি উৎপাদন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে নজর রাখতে বলেছেন। একই সঙ্গে কৃষিপণ্য সংরক্ষণে আরও সংরক্ষণাগার নির্মাণের জন্য নির্দেশনাও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২২৩টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা পায় ৬২টি আসন। জাতীয় পার্টি ১১ ও কল্যাণ পার্টি জিতেছে ১টি আসনে। এ ছাড়া নৌকা প্রতীক নিয়ে ওয়ার্কার্স পার্টি ও জাসদ একটি করে আসনে জয় পায়। এরপর ৯ জানুয়ারি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর দিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত এমপিরা। এমপিদের শপথগ্রহণের একদিন পর ১১ জানুয়ারি শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। ওইদিন বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে : রাশেদ প্রধান 

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

‘আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে’

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

১০

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

১১

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

১২

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

১৩

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

১৪

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

১৫

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

১৬

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

১৭

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

১৮

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১৯

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

২০
X