ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাধীন রাজধানী ঢাকায় বসবাসরতদের সংগঠন ‘হরিণাকুণ্ডু উপজেলা সমিতি-ঢাকা’র নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর হেমায়েতপুরের লাজপল্লীতে সংগঠনের বার্ষিক সাধারণ সভা, প্রীতি সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠানে নতুন এই কমিটি ঘোষিত হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. মো. রফিকুল ইসলাম।
আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফজলুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মো. শাহিদুল মোরসালিন জোয়ার্দার।
ঢাকাতে যেন এক টুকরো হরিণাকুণ্ডুর প্রতিচ্ছবি হয়ে উঠে শান্ত স্নিগ্ধ লাজপল্লী রিসোর্টটি। বিপুলসংখ্যক হরিণাকুণ্ডুবাসীর প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় বাঁধভাঙা আনন্দ আর উচ্ছ্বাসে ছুটির দিনটিতে শিকড় সন্ধানী হরিণাকুণ্ডুর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা ভুলে যায় ঢাকার কর্মকোলাহলমুখর কর্মব্যস্ত পরিবেশের কথা। প্রীতি সম্মেলনটি পরিণত হয় এক আনন্দঘন মিলন মেলায়।
অনুষ্ঠানটি তিনটি সেশনে বিভক্ত করে সাজানো হয়। প্রথম অধিবেশনে বিগত সেশনের সাংগঠনিক কমিটির দাপ্তরিক ও আর্থিক রিপোর্ট পেশ, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব পেশ এবং অনুমোদনের পর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
২য় অধিবেশনে সামাজিক সংগঠনটি পরিচালনার জন্য সংবিধান মোতাবেক আগামী ২ বছরের জন্য নতুন কমিটি সর্বসম্মতভাবে ঘোষিত হয়।
অনুষ্ঠানে ঢাকাস্থ হরিণাকুণ্ডুর বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গের পাশাপাশি ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে হরিণাকুণ্ডুর বরেণ্য সন্তান জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী কৌতুক অভিনেতা সাইফুল ইসলাম দীপু ইমামকে বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ধরনের অংশগ্রহণমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত তানজিম তাবাছুম অর্থি'র মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা সবাই মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন।
মন্তব্য করুন