কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিসিসির চাকরি মেলা

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলার আয়োজন করল আইসিটি বিভাগের আওতাধীন বিসিসি। ছবি : সংগৃহীত
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলার আয়োজন করল আইসিটি বিভাগের আওতাধীন বিসিসি। ছবি : সংগৃহীত

বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলার আয়োজন করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ এনজিওবিষয়ক ব্যুরোতে এই মেলা আয়োজিত হয়।

মেলায় সহযোগিতায় ছিল সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং এনজিওবিষয়ক ব্যুরো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় পলক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা পরিশ্রমী। সুস্থ্য স্বাভাবিক তরুণ-তরুণীদের চেয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা বেশি মনোযোগ দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কর্মক্ষেত্রে সেবা প্রদান করছে। প্রতিবন্ধীরা আমাদের ভাইবোন এবং তাদের সুযোগ দিতে হবে। প্রতিবন্ধীরা তাদের শ্রম, মেধা ও দায়িত্বশীলতা দিয়ে অন্যদের চেয়ে বেশি এগিয়ে থাকবে।

প্রতিবন্ধীদের জন্য উদ্যোক্তা মেলার আয়োজন করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য শুধু চাকরির মেলা নয়, প্রতিবন্ধীরা উদ্যোক্তা হয়ে আরও হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করবে। ঘরে বসেই যেন প্রতিবন্ধীরা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিতে পারেন সেজন্য ‘এম্পোরিয়া’ পোর্টাল ব্যবহারে আহ্বান জানান তিনি।

একই সময়ে তিনি এনজিওগুলোতেও যেন প্রতিবন্ধীদের চাকরি দেওয়া হয় সেজন্য এনজিও ব্যুরো মহাপরিচালককে অনুরোধ জানান।

বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার চাকরি মেলা ২০২৪ এ স্বতঃস্ফূর্তভবে অংশ নেওয়া সব প্রতিষ্ঠান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সম্মিলিত চেষ্টায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে ‘ইনক্লিউসিভ ডেভেলপমেন্ট’-এর বিষয় উল্লেখ রয়েছে। সর্বশেষে সবার সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তি বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মেলায় ৪৮টি আইসিটিভিত্তিক প্রতিষ্ঠান এবং চাকরিপ্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন। এর আগে সারা দেশ থেকে পাঁচ শতাধিক ব্যক্তি অনলাইনে জীবনবৃত্তান্ত জমা দেন। এ ছাড়া, মেলায় সরাসরি উপস্থিত হয়েও প্রতিবন্ধী ব্যক্তি চাকরিপ্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পান। আয়োজকরা জানান, মেলায় অন্তত প্রায় ৫০ জন ব্যক্তির চাকরির সুযোগ রয়েছে। এদের মধ্যে ৩৫জন প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে এ আয়োজন উপলক্ষে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়াও প্রায় দুই শতাধিক ব্যক্তিকে পরবর্তীতে সাক্ষাৎকারের জন্য তালিকাভুক্ত করা হবে।

অনুষ্ঠানে অন্যদের মাঝে আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান এবং সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১০

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১১

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১২

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৩

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৪

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৫

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৬

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৭

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৮

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৯

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X