কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটকো নেতাদের সাক্ষাৎ

গণভবনে অ্যাটকোর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
গণভবনে অ্যাটকোর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতারা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তারা। প্রায় ৪০ মিনিট প্রধানমন্ত্রী ও অ্যাটকোর নেতাদের মধ্যে মতবিনিময় হয়।

অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর নেতৃত্বে সংগঠনের ১১ সদস্য দুপুরে গণভবনে যান। এ সময় টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অ্যাটকোর পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী ছাড়া এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী (ডিবিসি চেয়ারম্যান), এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, বাংলাভিশনের আব্দুল হক, বৈশাখী টেলিভিশনের টিপু আলম মিলন, আরটিভির মো. জসিম উদ্দিন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, সময় টিভির আহমেদ জোবায়ের, এনটিভির আশফাক উদ্দিন আহমেদ, একুশে টিভির আবদুস সামাদ লাবু ও নাগরিক টিভির নাভিদ হক।

মতবিনিময় সম্পর্কে ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী টেলিভিশন মিডিয়াকে সত্যের পক্ষে থাকার কথা বলেছেন। চারদিকের গুজব এবং ভুল তথ্যকে প্রতিহত করতে বস্তুনিষ্ঠ ও সত্য ঘটনা প্রকাশের প্রতি তিনি আহ্বান জানান। শেখ হাসিনা বলেছেন, তার সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করে।

তিনি আরও বলেন, দেশে টেলিভিশন মিডিয়ার প্রসার বাড়ানোর জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। কারণ তিনি ১৯৯৬ সালে প্রথমে টিভি মিডিয়া শুরু করেন। ফলে এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

ডিবিসির চেয়ারম্যান বলেন, অ্যাটকোর পক্ষ থেকে কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড করার অনুরোধ জানিয়েছি। আমরা বলেছি, সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশনের সঙ্গে সংগতির জন্য আমাদেরও ডিজিটালাইজ সিস্টেম সময়োপযোগী। প্রধানমন্ত্রী এসব বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন।

এশিয়ান টিভির ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, প্রধানমন্ত্রী একজন সাংবাদিকবান্ধব মানুষ। তিনি বলেছেন, মিডিয়ার স্বাধীনতায় তিনি বিশ্বাসী। মিডিয়াকে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার কথা বলেছেন তিনি।

মতবিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিলে আর্থিক সহায়তার জন্য আবারও টেলিভিশনের মালিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের আমি আগেও বলেছি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আর্থিক সহায়তা দিতে। কই, আপনারা তো কেউ এগিয়ে আসেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলি রোজারি চার্চে বোমা হামলার ঘটনায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নিন্দা 

নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি?

দেশের সব বিমানবন্দরের জন্য জরুরি ১০ নির্দেশনা

জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না : আমান

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আবারও ইসরায়েলি হামলা

জেহাদ স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ

কোমর ব্যথা কমাতে ফিজিওথেরাপি

জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী

১০

শান্তিতে নোবেল পাওয়া মাচাদোর রাজনৈতিক ইতিহাস

১১

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া

১২

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

১৩

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর

১৪

কিউইদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

১৫

ধানের শীষকে বিজয়ী করতে জনসাধারণ মুখিয়ে রয়েছে : ড. কিবরিয়া

১৬

নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, আজই আবেদন করুন

১৭

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল

১৮

পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

১৯

ফের মডেলের প্রেমে হার্দিক

২০
X