কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গৃহশ্রমিক তামান্না হত্যায় দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

গৃহশ্রমিক তামান্না হত্যার বিচার দ্রুত করার দাবিতে সুনীতি প্রকল্প ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে মানববন্ধন। ছবি : সংগৃহীত
গৃহশ্রমিক তামান্না হত্যার বিচার দ্রুত করার দাবিতে সুনীতি প্রকল্প ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে মানববন্ধন। ছবি : সংগৃহীত

গৃহশ্রমিক তামান্না হত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুরান ঢাকার জনসন রোডে জজ কোর্টের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকালে সুনীতি প্রকল্প ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কর্মজীবী নারী সদস্য বেলাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হোসেন। সংহতি বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সদস্য হুরমত আলী, অ্যাডভোকেট মাসুদ খান খোকন, মহিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জোবাইদা পারভীন, জাতীয় শ্রমিকজোট নেতা হেনা চৌধুরী, শেখ শাহানাজ, দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের সদস্য মোস্তফা।

৩২ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্মজীবী নারী, দুস্থ স্বাস্থ্যকেন্দ্র, গৃহশ্রমিক অধিকার রক্ষা নেটওয়ার্ক, নারীমুক্তি, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিগণ। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং গৃহকর্মী অ্যাসোসিয়েশন নেটওয়ার্কের নেতারাসহ পথচারী, ব্যবসায়ী ও এলাকাবাসী।

গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হোসেন বলেন, গৃহকর্মী তামান্না হত্যার খবরটি পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। তামান্না হত্যাকাণ্ড জানান দিয়ে গেছে যে, গৃহকর্মীদের জন্য আইন প্রণয়ন করা কতটা জরুরি। এই মানববন্ধনের মাধ্যমে সরকারকে অতি দ্রুত গৃহশ্রমিকদের নীতিমালা আইনে পরিণত করার আহ্বান জানাই।

গৃহশ্রমিক তামান্না যেন সুবিচার পায়, বিচার প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয় এবং এটা যেন একটি দৃষ্টান্তমূলক বিচার হয় তা দাবি করেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়ক হুরমত আলী।

জাতীয় শ্রমিক জোটের নেতা শেখ শাহানাজ বলেন, তামান্না হত্যার সুষ্ঠু বিচার না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে গৃহশ্রমিকেরা। প্রয়োজনে দেশের সব গৃহশ্রমিকেরা কাজ বন্ধ করে আন্দোলনে নামবে। তিনি সরকারকে গৃহশ্রমিক নীতিমালাকে অতিদ্রুত আইনে রূপ দেওয়ার আহ্বান জানান।

এ সময় হত্যাকারীর দ্রুত শাস্তির দাবি জানান জাতীয় শ্রমিকজোটের নেতা হেনা চৌধুরী।

গত ২৩ জুন মিরপুরে রূপনগর এলাকার এক বাসা থেকে তামান্না নামে এক গৃহকর্মীকে ভবনের ৯ তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ৭ দিন পর তামান্না গত ১ জুলাই ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ময়নাতদন্ত শেষে তামান্নার পরিবার তার মরদেহ ময়মনসিংহের তারাগঞ্জ গ্রামে নিজ এলাকায় নিয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X