কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক কপিরাইট দিবস উদযাপন করল বাংলাদেশ কপিরাইট অফিস

কপিরাইট অফিসের সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাসম্পদের গুরুত্ব’ শীর্ষক সেমিনারের অনুষ্ঠিত। ছবি : কালবেলা
কপিরাইট অফিসের সম্মেলন কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাসম্পদের গুরুত্ব’ শীর্ষক সেমিনারের অনুষ্ঠিত। ছবি : কালবেলা

নানা আয়োজনে আন্তর্জাতিক কপিরাইট দিবস উদযাপন করেছে বাংলাদেশ কপিরাইট অফিস। কপিরাইট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে র‍্যালি, সেমিনার এবং পুরস্কার প্রদানের মতো কার্যক্রমে দিবসটি পালন হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কপিরাইট অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি জাতীয় রাজস্ব ভবনের সামনে প্রদক্ষিণ করে আবার কপিরাইট অফিসে এসে শেষ হয়।

এরপর কপিরাইট অফিসের সম্মেলনকক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাসম্পদের গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

কপিরাইট রেজিস্ট্রার দাউদ মিয়ার সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ইমরুল চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কপিরাইট বোর্ডের সদস্য জাফর রাজা চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

এ সময় খলিল আহমদ বলেন, যারা মেধাস্বত্ব এর দাবিদার তারা যেন অর্থ পায়, তাদের পরবর্তী প্রজন্ম যেন অর্থ পায় সেগুলো নিশ্চিত করার জন্য কাজ করছি। এজন্য একটি প্রবিধানমালা করছি। সেগুলো আরও উন্নত করতে অংশীজনদের সঙ্গে বসতে চাই। শাহ আবদুল করিমের উত্তরাধিকারদের আমরা মেধাস্বত্ব এর অর্থ বুঝিয়ে দিতে কাজ করছি। যারা রয়্যালটি পান না, কেন পাচ্ছেন না, কিভাবে পাওয়া যায়; সেসব বিষয়ে কাজ করতে চাই। অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে ভালো একটা প্রবিধানলালা করতে চাই।

কপিরাইট বোর্ডের চেয়ারম্যান মো. ইমরুল চৌধুরী বলেন, বর্তমান ডিজিটাল মিডিয়ার যুগে কপিরাইটের গুরুত্ব অপরিসীম। ২০০০ সালের কপিরাইট আইনের মধ্যে যেসকল বিষয় অস্পষ্ট ছিল এবং ডিজিটাল প্রযুক্তির বিষয়ে অনেক দুর্বলতা ছিল সে বিষয়ে নজর রেখেই কপিরাইট আইন ২০২৩ পাস করা হয়েছে। বর্তমানে এ আইনটিকে সংগীতসহ সকল বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষায় যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। তবে এ বিষয়ে কেবল সরকার নয়, সংশ্লিষ্ট অংশীজনদেরও এগিয়ে আসা দরকার বলে তিনি মন্তব্য করেন।

কপিরাইট দিবস উপলক্ষে মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা পুরস্কার দেওয়া হয়। ২০২২ সালের জন্য সাহিত্য কর্মে নিমফিয়া পাবলিকেশন, সফটওয়্যার কর্মের জন্য আয়মান সাদিক, চলচ্চিত্রের জন্য অঞ্জন চৌধুরী ও শিল্পকর্মের জন্য হাসান ফারুক মো. পাভেল রহমানকে এ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও ২০২৩ সালের জন্য সাহিত্য-সংকলন/সম্পাদনা কর্মের জন্য প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি), চলচ্চিত্রের জন্য বারিন্দ মিডিয়া লি., শিল্প কর্মের জন্য মো. সাকলায়েন মোস্তাক ও সফটওয়্যারের জন্য রফিদ মোহাম্মদ এহসানকে এ পুরস্কার প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১০

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১১

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১২

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৩

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৫

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৬

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৮

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৯

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

২০
X