কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে সি৪০ প্রতিনিধিদল

সি৪০ প্রতিনিধিদলের সঙ্গে ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। ছবি : কালবেলা
সি৪০ প্রতিনিধিদলের সঙ্গে ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছে সি৪০ সিটিজের একটি প্রতিনিধিদল।

সোমবার (১৩ মে) সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটসের নেতৃত্বাধীন প্রতিনিধিদল কার্জন হল, ঢাকা ফটক ও লালবাগ কেল্লা পরিদর্শন করে।

এর আগে প্রতিনিধিদল বেলা সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবন আসে। এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মার্ক ওয়াটসহ প্রতিনিধিদলকে স্বাগত জানান।

প্রতিনিধিদলের উদ্দেশ্যে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকাকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। এ সময় সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটস এসব উদ্যোগের প্রশংসা করেন।

প্রতিনিধিদল নগর ভবনে ছাদ থেকে ওসমানী উদ্যানসহ আশপাশের পরিবেশ অবলোকন ও করপোরেশনে স্থাপিত জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করে। পরে নগর ভবন প্রাঙ্গণে একটি সোনালু গাছের চারা রোপণ করা হয়। এরপর রিকশাযোগে প্রতিনিধিদল কার্জন হলে যায় এবং সেখান থেকে ঘোড়ার গাড়িযোগে ঢাকা ফটক পরিদর্শনে যায়। সেখান থেকে প্রতিনিধিদল লালবাগ কেল্লা পরিদর্শন করে।

ওয়াটসের নেতৃত্বাধীন ৫ সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন সংস্থার দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক শ্রুতি নারায়ণ, দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের এনগেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার কানুপ্রিয়া কাইকেয়া, এনগেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন বিভাগের ম্যানেজার সানজানা আচার্য ও সি৪০ সিটিজের কনসালটেন্ট সালোনি গুপ্তা।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাউন্সিলরদের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডের ইলিয়াছুর রহমান বাবুল, ২০ নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিন আহমেদ রতন, ২১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল সেন্টু ও ২৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাসিবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আমিরাত, কিন্তু কেন?

বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে আগুন, দগ্ধ ৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

চলন্ত বাসের খোলা লকারের ধাক্কায় যুবক নিহত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাবনায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

১১

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

১২

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

১৩

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

১৪

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

১৫

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১৭

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১৮

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১৯

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

২০
X