দলীয় নেতাকর্মীদের নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সম্প্রতি তার এ কাজ নির্বাচনী এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
মঙ্গলবার (১৪ মে) সকালে নিজ উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে উপজেলা হাসপাতাল ভবনের কম্পাউন্ডসহ সকল ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন তিনি।
এর একদিন পরেই ব্যক্তিগত ফেসবুক আইডিতে পরিচ্ছন্নতা অভিযানের বেশকিছু ছবি পোস্ট করেন জাতীয় সংসদের হুইপ। ওই ছবিগুলোতে তাকে দেখা যায়, নিজ হাতে হাসপাতালের মেঝে পরিষ্কার করছেন তিনি। টাইলসে লেগে থাকা শুকনো পানের পিক ঘসে ঘসে তুলছেন। মুছনি দিয়ে করছেন ময়লা পরিষ্কার। আবার কখনও পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন করিডোর।
একই পোস্টে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে দেশবাসীর তথা হাসপাতাল ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জয়পুরহাট-২ আসনের এই সংসদ সদস্য। কালবেলার পাঠকদের জন্য তার সামাজিক মাধ্যমে লেখা বার্তাটি হুবহু তুলে ধরা হলো।
সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সংবিধানের ৭-এর (১) অনুচ্ছেদ অনূযায়ী, দেশের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ ক্ষমতার উৎস নয়, জনগণই দেশের মালিক। জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। সুতরাং রাষ্ট্রের সকল স্থাপনার মালিকও জনগণ। রাষ্ট্রীয় সম্পত্তির মধ্যে হাসপাতালগুলো অতি গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও জীবনের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান। হাসপাতালগুলো পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেমন সরকারি বেতনভুক্ত সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মচারীদের, তেমনি হাসপাতাল ব্যবহারকারী প্রত্যেক জনগণের।’
‘আজ আমরা রাজনৈতিক কর্মীরা প্রিয়ভুমি আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রতি মাসের তৃতীয় শুক্রবার আমাদের তিন উপজেলার তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিস্কার করা হবে এবং অন্যান্য সমস্যা সমাধান করে এক বছরের মধ্যে হাসপাতালগুলোর সেবার মান অধিকতর বৃদ্ধি করা হবে।’
তিনি আরও লিখেছেন, ‘স্কাউট, গার্লস স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসির সদস্যসহ যে সকল ছাত্রছাত্রী ও নাগরিকবৃন্দ স্বেচ্ছাশ্রম দিয়ে হাসপাতাল পরিচ্ছন্ন করতে এবং রোগীদের নানাবিধ সহায়তা প্রদান করতে আগ্রহ প্রকাশ করবেন তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজগুলো অব্যাহত রাখতে চাই। হাসপাতাল ব্যবহারকারী হাসপাতালের মালিক জনগণের নিকট আমাদের সবিনয় অনুরোধ ; অনুগ্রহ করে, যততত্র ময়লা আবর্জনা, পানের পিক, থুথু ফেলবেন না। নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন। খাবারের উচ্ছিষ্ঠ যত্রতত্র ফেলবেন না। রোগীর ব্যবহৃত সামগ্রী নিজ দায়িত্বে নিয়ে যাবেন। টয়লেট ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করবেন। আপনার টয়লেট বর্জ্য নিজের বাসার মত করে পানি ঢেলে পরিস্কার করবেন। রোগীর দর্শনার্থীর সংখ্যা কম রাখবেন। ডাক্তার সাহেবদের কাজের সময় কেবিন/ওয়ার্ডের বাইরে দর্শনার্থীগণ অবস্থান করবেন। নার্স ও পরিচ্ছন্ন স্টাফদের সঙ্গে শোভন আচরণ করবেন। তারাও যেন শোভন আচরণ করেন সে বিষয়ে দৃষ্টি রাখা হবে। হাসপাতালে প্রবেশের সময় নিজের জুতা, স্যান্ডেলের তলা যতটা সম্ভব পরিস্কার করার চেষ্টা করবেন।
হাসপাতাল আপনার সম্পদ, আপনার জরুরী সেবায় নিয়োজিত। সরকারি হাসপাতালের মালিক আপনি নিজে। সুতরাং হাসপাতালকে নিজের বাসা মনে করে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন। আসুন সবাই মিলে অধিক উন্নত করি আমাদের স্বাস্থ্য সেবা।
মন্তব্য করুন